আমাদের কথা খুঁজে নিন

   

আজকার গরম ৩৭ ডিগ্রি! মানুষের অহংকারের উচ্চতা কত? মানুষকে নীচে তাকাতেই হয় একসময়, তাই না?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

অনেকদিন পর শুক্রবার দিন সকালে ঘুমাচ্ছিলাম, আরামের ঘুম। প্রায় ২ মাস পর এত দেরী করে ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি বাবার রেখে যাওয়া বাজারের ফর্দ যার মধ্যে একটি দেশী মোরগ দাগান্কিত লেখাটা চেয়ে আছে বড় করে। একে তো শুক্রবার তার উপর আবার মোরগ, এলাকায় পাওয়া যাবে কিনা সন্দেহ।

এই গরমে হাটতে হাটতে পুরো এলাকা চক্কর দিয়ে মিরপুর ১ এ যেতেই হলো। একজন চাচাকে জিজ্ঞেস করলাম," কত দেশী? মুরগী না, মোরগ কিন্তু!" : এই খাচার গুলান ২০০, এইটার টা ২২০ আর এইটার টা ২৫০। ফিক্সড রেট, নো দামাদামী! : চাচা, পদ্মা সেতু কিনতে আহি নাই, মোরগ কিনতে আইছি! : চাচা, আপনের কপালে পদ্মা সেতুও নাই! মেজাজ টা বিতং করে এই দামেই দুটো কিনলাম। কিনে বাজার থেকে বের হচ্ছি এমন সময় সামনে দিয়ে এক লোক ভীড়ের মধ্যে ফোনে বলছে," ভাইগ্না, তুমি কই?" : (কি যেনো শুনার পর) তুমি শাহবাগে বইসা কি কর? : আমি তো ১ এ। তুমি কার গান শুনতাছো? : তাই নি, জব্বর গান, আমি ব্লু টুথ অন করতাছি তুমি পাঠায়া দাও।

আমি শুনে একটু টাস্কি খেলাম। ভাবলাম ব্লু টুথের রেন্জ্ঞ কতো? বাসায় এসে সোফায় বসে প্লান করছিলাম একটু মৌচাকে যাবো, এমন সময় টি এন্ড টি টা ক্রিং ক্রাং করলো। ফোনটা জানি আমার ফটিক বোনের, সারাদিন কানে দিয়ে ফটর ফটর। কিন্তু এখন ও বাসায় নাই। অগত্যা কি আর, আমাকেই ধরতে হলো।

: কিরে ফোন ধরস না কেন? : কেডা, কামলাল (কামাল) নাকি? : হ, তুই মানুষ না কি? তোর দেখাই পাওয়া যায় না, ব্যাপারটা কি? : আমি ব্যাটা ঈদের চান না, যে আকাশের দিকে চাইয়া দেখবি। তর বৌ কেমুন আছে? : ভালো আছে, কিন্তু তুই আমার কথা না জিগাইয়া আমার বৌ এর কথা জিগাস কেন এত? : ব্যাটা, তুই পোলা, তর কথা জিগাইয়া আমার কোনো লাভ নাই! : শালা, তুই মর! আর মরার আগে শোন, আমার বাসায় আজকে অনেকেই আসবো তুইও আয়। নামাজের পর! : গিফর আনবার পারুম না, আর আইতে পারি এক শর্তে তোর শালীরে যদি আনস! : আমার শালীর লগে লাইন মারার তর যোগ্যতা কোনো দিনও হইবো না! : ক্যান, কি এমুন যোগ্যতা তার? বুয়েট না এমআইটি থিকা পাশ করছে? : তোর মাথা, অর বিয়া আমার গত বছর হইয়া গেছে, এখন আমেরিকা থাকে জামাইর লগে! : আমি বুঝতাছি না তোর দাওয়াতে আহুম কি না, আমার শিডিউল চেক করতে হইবো! : তাই নি, তোর চল্লিশায় দাওয়াত দিলে দেহিশ আমি কি করি! : ন্যাংটা হইয়া নাচিস! দিনখানা আসলেই অন্যরাকম হইবো। বুঝতাছি না মৌচাক যামু কখন, আর কামলালের দাওয়াত খামু কখন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।