আমাদের কথা খুঁজে নিন

   

নেপাল-পাকিস্তান ম্যাচও ড্র

মঙ্গলবার ম্যাচের ১৩ মিনিটে স্ট্রাইকার হাসান বশিরের গোলে এগিয়ে যায় পাকিস্তান। এই গোলটি তারা ধরেও রেখেছিল ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে নেপাল ম্যাচটি সমতা নিয়ে আসে।
৯১ মিনিটে নেপালের পক্ষে গোলটি করেন বিমল মাহাজন।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কাঠমান্ডুর হালচুক রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।


পাকিস্তানের সঙ্গে ড্রর পরও নেপালের সেমি-ফাইনালে উঠার সম্ভাবনা উজ্জ্বল। দুই খেলায় নেপালের সংগ্রহ ৪ পয়েন্ট। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
শেষ চারে ওঠার অন্যতম দাবিদার ৪ পয়েন্ট পাওয়া ভারতও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১-০ হারায় ছয়বারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।
তাই ভারত-নেপালের শেষ ম্যাচটি ড্র হলে দুই দলই সেমি-ফাইনালে উঠে যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।