আমাদের কথা খুঁজে নিন

   

আর্ও একা হয়ে গেলেন আহমাদ মোস্তফা কামাল !!!!

সত্য যে বড় কঠিন, তাই কঠিনেরে ভালবাসিলাম

সামহোয়ারের জনপ্রিয় ব্লগার, কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল আরো একা হয়ে গেলেন! ও কী একাই হোলো ? নাকি আমরাও হলাম। মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে তাঁর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এমন এক জগতে, যেখান থেকে চাইলেই আমরা আর তাঁকে ছুঁতে পারব না। প্রিয় ব্লগার বন্ধুরা, বহুদিন পরে ব্লগে এসে দু:সঙবাদ দিয়ে শুরু করার জন্য দু:খিত। মোস্তফার মা, অমাদের সবারই মা। যারা এখনো মা ডাক দিয়ে সাড়া পাই , তারা কী বুঝতে পারবো মোস্তফার হৃদয়ের বেদনা।

বন্ধু, তুই এখন কোথায় ? পদ্মার পাড়ে বসে তুই কী খালাম্মাকে খুঁজছিস, ঢেউয়ের পরতে পরতে। যে দিন পদ্মা গ্রাস করেছিলো তোদের ভিটেমাটি, সেদিনও কী তুই এতটা বিপন্ন হয়েছিলি ? তুই বলেছিলি, তোর জন্মসময় বেশ ঝড়-বৃষ্টি হচ্ছিল। আঁতুর ঘর থেকে তোর দাই মা-ও বেরিয়ে গিয়েছিলো। তাই তোর পৃথিবীতে আগমন মুহূর্তে খালাম্মা ছাড়া আর কেউ ছিলো না। আজ তো খালাম্মা নেই, তুই কী আরো একা হয়ে গেলি!!?? এমনিতেই জীবন জীবিকার তথাকথিত ব্যস্ততায় আমরা সবাই যে যার মতো! বন্ধুত্বের প্রকাশ ঘটাবার প্রয়াসটুকু যেন আমাদের নেই।

এভাবেই কী ধীরে ধীরে নাগরিক যান্ত্রিকতায় আমরা বলী হবো?! ব্ন্ধু, আমি জানি না, খালাম্মার মৃত্যুর প্রায় ৪৮ ঘন্টা পর আমার বুকটা এমন খালি খালি লাগছে কেন? কিসের যেন হাহাকার !!! তবে কী খালাম্মার মধ্য দিয়ে আমি আমার জন্মদাত্রীকে ছুঁয়ে ছিলাম? তোর কী মনে পড়ে ,আমার সেই তুমুল বোহেমিয়ান জীবনে তুই এবং তোর পরিবার কীভাবে আবার আমাকে ঘর মুখী করেছিলি। তোর চিলেকোঠায় যখন অনেক বেলা পর্যন্ত ঘুমাতাম, সিড়ি ভেঙে উপরে উটে কালাম্মা মিহি গলায় ডাকতেন, ' নজরুল ,উঠো। নাস্তা খাও। সব তো ঠান্ডা হইয়া গেল। ' যখন এই লাইনটি লিখছি, তখন্ও কানে বাজছে তার সেই স্বর ।

আমার এমন কান্না পাচ্ছে কেন? এই শহরে তো আমি কাঁদতে ভুলে গেছি। খালাম্মা, পদ্মায় কী বান ডেকেছে ? আপনি এখন কোথায় ? আমার নিজের জন্মদাত্রী মাকেও খুউব দেখতে ইচ্ছে হচ্ছে!!!!! মা... মা গো.... তোমরা সন্তানদের এতটা নি:স্ব করে দিয়ে কোথায় হারিয়ে যাও!!!!! দোস্ত, তুই কি এখন মানিকগন্জে কালাম্মার কবরের পাশে বসে সাপ লুডু খেলছিস প্রকৃতির সঙ্গে। বন্ধু , তোর একাকীত্ব দেখে আমার এমন একলা একলা লাগছে কেনো বলতে পারিস? ব্লগার বন্ধুরা, আপনারা কী বলতে পারেন , আহমাদ মোস্তফা কামালের একাকীত্ব ঘুচবে কীভাবে। ওর একাকীত্বের বোধটিও যে এখন একা হয়ে গেল !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।