আমাদের কথা খুঁজে নিন

   

হই সকলে এক প্রেমের বন্ধনে (নাই বা দেখা হল, একটা মেইল তো করতে পারি)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আধুনিক যুগে দ্রুত ভাঙ্গে বন্ধুত্ব, জং ধরে ভাললাগায়, কেউ রিপেয়ার করেনা, মালিশ-পালিশ করেনা, কেবলিই ছেড়ে যায়। আমার দরজা তোর তরে খোলা দিনে-রাতের নির্জনে আমার নয়ন পথ চাহে তোর নিশি-শুনসান, দিবা-ভীড়জনে ঠান্ডা কোক খেলেও পিয়াস যায়না অন্তরের মনের ভেতর সুক্ষা তোর প্রয়োজনে। তুই আসবি শ্রাবনের ঝড় হয়ে, ধুয়ে মুছে সব ভুল-দুঃখ্য আবার হব সব এক, আপন-জনে, প্রেম-বির্সজনে। নাইবা হল দেখা তোর রুপ, তোর ফিগার নাইবা দেখলাম তোর অর্থ কেক, চায়ের লিকার নাইবা দেখলাম তোর চুলের বাহার, মুখের সিগার তোর একটা মেইল তো দেখতে পারি, দেখা নাই বা হল তোর ডিজিটাল কথায় জেগে উঠুক জং স্মৃতির নব স্টিকার। মানুষ বাঁচে নিঃশ্বাসে বন্ধন বিশ্বাসে, তাই যা হয়ে যাক, চলুক জিবন ভাসুক মনে প্রেম উচ্ছাসে হৃদয়ে হৃদয়ে জাগুক ভালবাসা সরল বিশ্বাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।