আমাদের কথা খুঁজে নিন

   

ধরলা নদীর চাঁদ

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

মধ্যাহ্ন দুপুর এক ঝাঁক শিশু এসে জলে মেশে ভরাট নদীর আচল ধরে ডুবে ডুবে খেয়ে নেয় জল তারপর টনটন পেট নিয়ে উঠে আসে ডাঙ্গায় ততক্ষণ কুকুরের পা চাটা শেষ হয় শেষ হয় ক্ষয়িষ্ঞ্জু হৃদয়ের প্রেমের আকুতি ফুটো বাদাম আর মাস্তুল হাতে ঠাঁই দাড়িয়ে থাকে উদাসীন মাঝি এক বিরাট পেলাব দুপুর সমস্ত দীনতা গ্রাস করে শব্দহীন বিমুগ্ধ নিস্তব্দতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।