আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গোপসাগর - ঢাকা রিপিটার অ্যামেচার রেডিও কথন

সীমান্তের অতন্দ্র প্রহরী

গতকাল রাতে আনুমানিক ৭:৩০ টার সময় S21VM (মিশু ভাই) এর মোবাইল কল পেলাম, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি পথিমধ্যে কাঁচপুর ব্রিজের উপর থাকাকালীন সময়ে উনি নাকি রেডিওতে S21MO (মোস্তাহিদ ভাই) এর সিগন্যাল শুনতে পেয়েছেন। উনি নাকি S21L (আনোয়ার ভাই), S21RB (রবিন ভাই) দের সাথে রেডিও তে কথা বলছেন। আমিতো অবাক S21MO হচ্ছেন নাবিক মানুষ বর্তমানে তিনি বঙ্গোপোসাগরে অবস্থান করছেন, UHF ব্যন্ড এ তার সিগন্যাল এত দুর থেকে পাওয়া প্রায় অসম্ভব, তাই চুপ করে রেডিও টা অন করে বসে থাকলাম দেখি তাকে পাওয়া যায় কিনা, প্রায় আধা ঘন্টা বসে থাকলাম না কোন সাড়া শব্দ নেই। রাত ১০ টা ২৮ মিনিটের দিকে রেডিওতে কি যেন অস্পস্ট শব্দ শুনতে পেলাম, কিছুক্ষন পর সিগন্যাল কিছুটা শ্রবনযোগ্য হল। ভেসে আসল S21MO এর কথা। কিছুক্ষন কথা বললাম উনার সাথে, একে একে S21VB (আকরাম ভাই) S21RS (সজিব ভাই) এবং আমি S21SM কথা বললাম। ক্লিপ দুটো আপলোড করেছি, ইচ্ছে করলে শুনতে পারেন প্রথম ক্লিপ দ্বিতীয় ক্লিপ খুবই রোমাঞ্চকর লাগছিল। UHF ব্যন্ড ( 300 MHz to 3 GHz ) এ এত দুর থেকে সাধারনত সিগন্যাল শোনা যায় না কারন 30MHz এর বেশি কম্পাঙ্ক বিশিষ্ট রেডিও সিগন্যাল Ionosphere ভেদ করে মহাকাশে চলে যায় আর Line of Sight (সোজাভাবে) একটা রেডিও সিগন্যালের এতদুর পথপাড়ি দেয়া প্রায় অসম্ভব পৃথিবীর কার্ভের কারনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।