আমাদের কথা খুঁজে নিন

   

যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।

মুক্তিযুদ্বে কাদের সিদ্দিকীর ভূমিকা জাতি অত্যন্ত শ্রদ্বার সাথে স্মরণ করবে । কিন্তু ইদানিং তার ভুমিকা দেখুন। নোবেল পুরস্কার দেয়া হয় সারা বিশ্বের মানবজাতির কল্যাণে গুরুত্ব পূর্ণ কোন অবদানের জন্য । মাহমুদুর রহমান কি অবদান বাংলাদেশের তথা বিশ্বের জন্য রাখলেন যে তাকে নোবেল পুরস্কারের জন্য এই বাঘায় চিৎকার করে । মাহমুদুর রহমান অবদান রেখেছেন রাজাকারদের জন্য ।

রাজাকাররা মাহমুদুর রহমানের জন্য দু হাত তুলে দোয়া করছে । মুক্তিযোদ্বা বাঘা কেন ? হুমায়ন আজাদের একটি বিখ্যাত উক্তি যে রাজাকার চিরদিনের জন্য রাজাকার কিন্তু মুক্তি যোদ্বা সবসময়ের জন্য মুক্তিযোদ্বা নয় । আর এই হুমায়ন আজাদ যখন জার্মানিতে মারা যান তখন জামাত উক্তি করেছিল মৌলবাদীদের হাত খুব লম্বা । আর আমি বলব টাকার হাত বহুত লম্বা । জামাতের বিশ্ব ব্যাপী মিলিয়ন ডলার আজ কথা বলছে ।

আর এই টাকার জন্যই এই বাঘায় ঘামছা গলায় কয় দিন পর পর প্রেস ক্লাবে রাজাকারদের সংগঠন স্বাধীনতা ফোরামের অনুষ্ঠানে হাজির হয়ে রাজাকারদের জন্য সুসঠ বিচার চান , গামছা গলায় দিগন্ত টিভিতে হাজির হয় । কথিত আছে যে স্বাধীনতার অব্যবহিত পরপরই এই বাঘায় ঢাকা স্টেডিয়ামে ৩ জন বিহারীকে গুলী করে হত্যা করেন । সেটা কোন ট্রাইবুনালের বিচার ছিল ? এই বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই। আর আজ রাজাকারদের সাথে গলা মিলায় । বঙ্গবন্ধু হত্যার পর সে মাংস খাওয়া ছেড়ে দেয় , কারন সে সময় সে মাংস দিয়ে ভাত খাচ্ছিল ।

বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে সে হাতে অস্ত্র তুলে নেয় । অথচ সে এখন সেই বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে যে নাকি ভুয়া জন্মদিন পালন করে তার গুনমুগ্ধ, তার সাথে যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে । দেখুন তার বর্তমান অবস্থান ; সে ট্রাইবুনালের ছিদ্রান্বেষণ করেন , শাহবাগ স্ক্য়ারে গিয়ে সমর্থন দুরের কথা দিগন্ত টিভি তে আন্দোলনের সমালোচনা করেন । কারণ যে কাদের সিদ্দিকী দিগন্ত টি ভি তে গামছা গলায় জ্ঞান গর্ভ বক্তৃতা দেয়, আমার দেশ এ আর্টিকেল লিখে সে ভাল করেই জানে এ অবস্থায় শাহবাগে যাবার তার কোন নৈতিক অধিকার নেই এবং সেখানে যাবার তার পরিণাম । শাহবাগ আন্দোলনের পক্ষে যে হাত না উঠায় সেই রাজাকার ।

আমি এটাই বর্তমানে রাজাকার চিনবার শ্রেষ্ঠ কৌশল মনে করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।