আমাদের কথা খুঁজে নিন

   

ইলেক্ট্রিসিটি বলতে পারি কি?



কারেন্ট কিংবা বিদ্যূত নিয়ে কথা বলব না। ভয় পাই, বলা যায় না জেল জরিপানা হয়েযেতে পারে। তাই ইলেক্ট্রিসিটি নিয়ে কথা বলতে চাই। ইহা অতিব উত্তম চিজ, একবার পলাইয়া গেলে আর আসিবেনা তাই সদায় জাগ্রত থাকিয় কায় মনেবাক্যে আল্লাহর নিকট গভীর প্রার্থনা করি এই ইলেক্ট্রিসিটি যেন রাতের আধারে যেন না পলাইয়া যায়। কি যে কষ্ট পাই তাহা বলিব না শুধু বলিব ইলেক্ট্রিসিটি তুমি 'তাহাদিগকে' আরামে রাখিও, এসি যেন বন্ধ না হয়- তাহারা সারাদিন রাষ্ট্রের বিভিন্ন (গুরুত্বপূর্ন)! কাজে বিজি থাকে, তাহাদের সুখের দ্বায়িত্ব তোমার... তাহাদের সুখই আমরা সুখ পায়..। আমি শপথ করে বলিতেছি যে, আমি কিংবা আমার পরিবার কেহই ইলেক্ট্রিসিটি-এর কারণে কোন প্রকার কষ্ট অনুভব করি না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।