আমাদের কথা খুঁজে নিন

   

আপাতো ওমরাহ করলেনই, টুকু সাহেব আপনিও মসজিদে গিয়া ইমামতি করেন!! মন্ত্রণালয়ে তালা দিন!!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

প্রতিদিনের ১০-১৫ ঘন্টা লোডশেডিং-এ মানুষ যখন অতিষ্ট ঠিক তখন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, " বিদ্যমান বিদুৎ ব্যবস্থার ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নেই। ঘূর্ণিঝড় নার্গিসকে যেমন নিয়ন্ত্রণ করা যায়না, টর্নেডো, সুনামি যেমন নিয়ন্ত্রণ করা যায়না, তেমনি বহুযুগের পুরানো বিদ্যুৎ ব্যবস্থাও নিয়ন্ত্রণহীন!" বি এন পির শাসন আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন সাহেব সন্ত্রাসীর গুলিতে মারা যাওয়া শিশু নওশীন (নামটা ঠিক আছে তো?)-এর ঘটনায় মিডিয়াকে বলেছিলেন, "আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে।" তখন এটা নিয়ে বিশাল হৈ চৈ হয়েছিলো। মানে মন্ত্রীর ভাষায় সন্ত্রাস ছিল প্রাকৃতিক একটা ব্যাপার, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনি আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বলতে চাইলেন, বাংলাদেশর বিদ্যুৎ ব্যবস্থা একটা প্রাকৃতিক ব্যবস্থা। আল্লাহতালা চাইলে হবে না হলে নয়!! তাহলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলেও আমার মনে হয় কিছু থাকার দরকার নেই। আমাদের প্রধানমন্ত্রী যে ৮টি দপ্তর আগলে রেখেছেন তার মধ্যে বিদ্যুৎ বিভাগও আছে। উনিও আগে ভাগে বুঝতে পেরে চলে গেছেন ওমরাহ করতে!! এখন প্রতিমন্ত্রী টুকু সাহেবেরও উচিৎ কোনে মসজিদে গিয়ে ইমাম হিসেব জয়েন করা। আল্লাহ তালাকে ডাকা ছাড়া আর কি কোনো কাজ আছে ওনাদের এখন? আল্লাহতালা যদি চান তবেই সরকারের মিশন ২০২০ এর মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থার সুফল পাবে জনগণ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।