আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফাটলঃ ভেঙ্গে পড়ার আশঙ্কা

mojnu@ymail.com

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মূল ভবনে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। এ ছাড়াও ছাদের প্লাস্টার খসে পড়ছে। যে কোন মূহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জানা গছে, ৬০ এর দশকে ১০ বেডের চিকিৎসা কেন্দ্র হিসাবে এ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ ভবনের কোন উন্নয়ন কাজ হয়নি।

মাঝে মাঝে সরকারীভাবে সংস্কারের নামে চুনকাম করে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিগত জোট সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিএমএমইউ’র তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ৫ কোটি ১৮ লাখ ৪১ হাজার ১১১ টাকা বরাদ্ধ দেয়। ঢাকার মেসাস আজাদ কনষ্ট্রাকশন এ কাজের ঠিকাদারির দায়িত্ব পায়। এ কাজের মধ্যে পুরাতন মূল ভবনটির সংস্কারের কথা ছিল। কিন্তু গত তিন বছরেও তারা নতুন ভবনতো চালু করতে পারেইনি এবং পুরাতন ভবনও সংস্কার করেনি।

ফলে ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ডাক্তার, রোগী, সেবিকাসহ হাসপাতালে আগত সবাই মৃত্যু ঝুঁকি নিয়ে আতঙ্কিত অবস্থায় প্রতিদিনের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.