আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা



হাতে নাই কানা কড়ি ধুঁকে ধুঁকে মরি। টলি ঘুমের ঘোরে খাই কি পেট পুরে। শান্তি পাই কি করে শূন্য হাতে ঘরে। দীর্ঘশ্বাস নিতে নিতে রাত পোহাতে না পোহাতে। পা রাখি প্যাডেলেতে রিকশার চাকা ঘোরে।

ঘোরে ভন ভন করে ঘোরে অনেক জোরে। ঘাম যে কত ঝরে দরদরিয়ে ঝরে পড়ে। মাথাতো তেমনি ঘোরে দরদরিয়ে ঘাম ঝরে। কুলিগিরি আমার পেশা মিনতিগিরি করছি হাছা। কুঁকড়ে থাকি শীতে কেউ কি আসে দেখতে? নীচের দিকে কে দেখে আছে হেথায় লক্ষ লোকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।