আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থী বাছাইয়ে আজ থেকে তৃণমূলের সঙ্গে ব

নির্বাচনী মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট চাইছেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী বাছাইয়ে আজ থেকে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু হচ্ছে। এ বৈঠকে মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান এমপিদের সমর্্পকে খোঁজখবর নেওয়া হবে। মাসব্যাপী বৈঠকে সংগঠনের জেলা-উপজেলা ও পৌরসভার সভাপতি-সম্পাদকরা উপস্থিত থাকবেন। আজ বিকাল ৩টায় গণভবনে দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর, ভোলা জেলা এবং জেলাধীন থানা, উপজেলা ও পৌর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন শেখ হাসিনা। বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা, বর্তমান এমপিদের কর্মকাণ্ড জানতে চাওয়া হবে। খোঁজখবর নেওয়া হবে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতার। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন এবং কোন কাজটি অগ্রাধিকার ভিত্তিকে করা প্রয়োজন এসব বিষয় জানতে চাইবেন দলীয় সভানেত্রী। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে। এ ছাড়াও রাজধানীতে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে গোয়েন্দা সংস্থা, দলীয় জরিপ ছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী নিজে সারা দেশে পৃথক জরিপ চালিয়েছেন। ওই সব জরিপ থেকে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী এরই মধ্যে দলীয় এমপিদের হুঁশিয়ার করে দিয়েছিলেন, এবার মনোনয়ন দেওয়া হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে। দলীয় অন্য একটি সূত্র জানায়, আজকের মতবিনিময়ের সময় তৃণমূল নেতাদের একটি ফরম দেওয়া হবে। তা তৎক্ষণাৎ পূরণ করে সভানেত্রীর কাছে দিতে হবে। ফরমে ২০টি প্রশ্ন থাকতে পারে। প্রশ্নের উত্তর থেকে সংশ্লিষ্ট এলাকার মাঠের চিত্র উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য প্রার্থী সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বর্তমান সংসদ সদস্যদের ভাবমূর্তি সম্পর্কেও জানা যাবে। সার্বিক বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনমুখী। সে কারণে দলীয় প্রার্থী ঠিক করতে এবং তৃণমূলে সংগঠনের প্রকৃত অবস্থা জানতেই জেলা-উপজেলা নেতাদের মতামত নেবেন দলীয় সভানেত্রী। এ ছাড়াও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কতটুকু বাস্তবায়ন হয়েছে, আর কী কী করলে ভালো হবে তা জানার চেষ্টা করবেন।

ঢাকায় কেন্দ্রভিত্তিক কমিটি গঠন : রাজধানীতে প্রতিটি নির্বাচনী এলাকায় কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। শনিবার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং দলীয় এমপিদের নিয়ে বৈঠক করে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকের পর ওয়ার্ড, ইউনিয়ন, থানা কমিটির নেতারা কমিটি গঠনের কাজ শুরু করেছেন। দলীয় সংসদ সদস্যরা কমিটি গঠনের সমন্বয় করছেন।

৭ সেপ্টেম্বর রাজধানীতে শেখ হাসিনার জনসভা : ৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-৭ সংসদীয় আসনের আয়োজনে আজিমপুর গার্লস হাইস্কুলে এ জনসভা অনুষ্ঠিত হবে। ইডেন কলেজে ১ হাজার সিটের ধারণ ক্ষমতাসম্পন্ন ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া লালবাগে ৭৬ ও কোতোয়ালিতে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন বলে জানান ঢাকা-৭ আসনের এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। পরে আজিমপুর গার্লস হাইস্কুলে জনসভায় ভাষণ দেবেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.