আমাদের কথা খুঁজে নিন

   

আবারও বাছাই পর্বে বাংলাদেশ

বাণিজ্যিকতার কারণেই ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপেও উপেক্ষিত হবে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য হয়েও খেলতে হবে প্রাথমিক পর্ব নামের 'বাছাই পর্ব'। ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপেও এবারের মতো একই ফরম্যাটে হবে। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে 'সুপার-টেন'-এ। আর দুই পূর্ণ সদস্যকে খেলতে হবে প্রাথমিক পর্ব। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা ছয় দল। দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩০ এপ্রিলে যে আটটি দল র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবে তারাই চূড়ান্ত পর্বে সুযোগ পাবে। বাংলাদেশ দল এখন দশম স্থানে। কিন্তু ৩০ এপ্রিলের মধ্যে কোনো ম্যাচ নেই। তাই র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোও সম্ভব নয়। আর জিম্বাবুয়ে তো এমনিতেই ১৩ নম্বরে। তাই নিশ্চিতভাবেই এবারও বাংলাদেশ ও জিম্বাবুয়েকে প্রাথমিক পর্ব খেলতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামুদ্দীন চৌধুরী বলেন, 'আইসিসির মিটিংয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম। তবে জিম্বাবুয়ে এ ব্যাপারে নিশ্চুপ ছিল। আমাদের সমর্থন দেয়নি। আসলে বাণিজ্যিক কারণে পরের বিশ্বকাপেও আগের ফরম্যাটই রাখা হয়েছে।' তবে প্রাথমিক পর্বকে বাছাই পর্ব বলতে নারাজ নিজামুদ্দীন। তিনি বলেন, 'এটা বাছাই পর্ব নয়। প্রাথমিক পর্ব। বাছাই পর্ব খেলে আসবে প্রাথমিক পর্বের অন্য ছয় দল।'

দুবাইয়ে বোর্ড সভায় আরও বেশকিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন কোনো কিছু নেই। আগের সিদ্ধান্তগুলোরই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে মাত্র। চার বছর পরপর আইসিসি টেস্ট চ্যালেঞ্জ কাপের ব্যাপারে সম্মতি দিয়েছে বোর্ড। যেখানে অংশগ্রহণ করবে টেস্ট র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা দলটি এবং আইসিসি ইন্টার কন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দল। দুই দল দুটি পাঁচ দিনের ম্যাচে অংশ নেবে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন দেশটি যদি চ্যালেঞ্জ কাপে বিজয়ী হয় তবে তারা পরের চার বছরের জন্য টেস্ট মর্যাদা পাবে। আর পূর্ণ সদস্য দলটি হারলে তাদের কোনো অবনমন হবে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে আগের সিদ্ধান্ত ছিল তাদের অবনমন হবে না। ২০১৮ সালে অনুষ্ঠিত হবে প্রথম আইসিসি টেস্ট চ্যালেঞ্জ কাপ। আর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যে দলটি র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকবে তাদের খেলতে হবে চ্যালেঞ্জ কাপ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.