আমাদের কথা খুঁজে নিন

   

ইয়োহানেস ভেরমিয়ের: রোদ্দুরময় ক্যানভাসের এক চিত্রকর...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
শিল্পী ইয়োহানেস ভেরমিয়ের ...(১৬৩২-১৬৭৫) ইউরোপীয় চিত্রকলার ওপর আমার আগ্রহ জন্মেছিল কলেজে পড়বার সময় সেই ৮৭/৮৮ সালের দিকে। তারপর,ইউরোপীয় চিত্রকলাসংক্রান্ত বইপত্তর যোগার শুরু। নিজেও মোটেও আঁকতে পারিনা- চিত্রকলাবিদ্যা রপ্ত করে তারই শোধ তোলা আর কী! ঢাকার নিউমার্কেটে সেই সময় চিত্রকরদের জীবনীভিত্তিক বই পাওয়া যেত এবং এখনও পাওয়া যায় সম্ভবত।

সেগুলি কিনতাম। তখনই ভেরমিয়ের সঙ্গে আমার পরিচয় তখনই। তাঁর আঁকা রোদময় ছবিগুলি দেখে এত ভালো লেগেছিল যে কী বলব। বন্ধুদের বলতাম ভেরমিয়ের-এর কথা। এতদিন পর ইন্টারনেটের কল্যাণে ভেরমিয়ের এত কাছের হয়ে গেছেন যে এখনকার বন্ধুদেরও তাঁর কথা বলা যায় ... ইয়োহানেস ভেরমিয়ের এর জন্ম ১৬৩২ সালের ৩১ অক্টোবর নেদারল্যান্ডের পশ্চিমে ডেলফট্ শহরে ।

পুরো নাম জান ভ্যান ডের মের ভ্যান ডেলফট্। আগেই বলেছি রোদ আঁকতে বড় ভালোবাসতেন ভেরমিয়ের ; আসলে কী- তাঁর আগে রোদ সেভাবে ফুটে ওঠেনি ক্যানভাসে ; বলা যায়, ক্যানভাসে রোদ আঁকার ক্ষেত্রে উনিই পথিকৃৎ ডেলফট্ শহর; এ শহরেই জন্মেছিলেন এই মহান রোদপ্রেমি চিত্রকর ... বাঁ দিকের জানালায় রোদ। তাঁর সব ছবিতে বাঁ দিক থেকেই কেন যেন রোদ আসে ... এই ছবিতেও রোদটা বাঁ দিকের জানালায় ...শিল্পীরা এত রহস্যময় ... ইয়োহানেস ভেরমিয়ের -এর আরও ছবি দেখতে চাইলে- Click This Link উৎসর্গ: জটিল। ইয়োহানেস ভেরমিয়ের সঙ্গে অভিন্ন জন্মতারিখ (৩১ অক্টোবর) বলে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.