আমাদের কথা খুঁজে নিন

   

বিপরিত উচ্চারন

..

রিক্সা দিয়ে যাচ্ছিলাম। এলোমেলো চিন্তা এলো মাথায়। নিজের মধ্যেই যে বিপরিত দিকগুলো আছে তা মনে করে লজ্জিত হলাম । যখন আমি রিক্সায় পথচারীরা রাস্তাটাকে বাড়ির আঙ্গিনা মনে করে, পথের মাঝ বরাবর হাটার কি প্রয়োজন? যখন আমি হেটে যাই: গলির ভেতর রিক্সাটা কেন যে ঢুকায়? বাঙ্গালী বড়ই অলস, একটু হাটতে চায় না। যখন দাওয়াত পেলাম: দাওয়াত দিয়েছে যখন, যেতেই হবে ।

ইস্ শুধু শুধু পয়সার অপচয়। আমার অনুস্ঠানের ক্ষেত্রে: এত টাকা খরচ করলাম, মাত্র এই কয়টা গিফট পেলাম। আমার দল যখন বিরোধী দল: দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাস, বিদ্যুত,পানির সমস্যার ভরেগেছে দেশ। এই সরকারকে হটাতে পারলেই সব সমস্যার সমাধান। আমার দল যখন সরকারি দল: দেশে বন্যা সিডরের দ্রব্যমূল্য বেড়েছে, বিগত সরকারের কারনেই বিদ্যুত ও পানির সমস্যা।

সরকারের কিছু করার আছে বলে মনে করি না। প্রমের বেপারে: আজ কাল ছোটবয়সেই প্রেমে জরিয়ে পড়ছে ....ছি:... নিজের প্রেমের ক্ষেত্রে: দশ বছর আগের স্কুল জীবনের ভালোবাসা আমাদের, এখনো ফোন করে আমাকে। আমাদের প্রেম পবিত্র....। আমার মেয়ের ক্ষেত্রে: মেয়ের জামাই আলাদা হয়ে ভালই হয়েছে। এতদিন পুরো সংসারটা ওর মাথার উপর ছিলো।

এখন ভবিষ্যতের জন্য কিছু করতে পারবে। আমার ছেলের ক্ষেত্রে: ছেলেটাকে পড়ালেখা করিয়ে মানুষ করলাম। চাকরী পেয়ে বউ নিয়ে আলাদা থাকে। আমাদের খোজ কে রাখে?.... (প্রথম প্রকাশ: প্রথম আলোব্লগে গতকাল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।