আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম ভেঙে গেলে বুকে রেখে ফুল ও ছুরি

ডুবোজ্বর

১৮০৪০৯-১ আলো চলে গেছে অনেকক্ষণ শুয়ে আছি অর্ধেক বিছানায় হাতে কাঠের চিরুনি আছে ধরা বড় বড় দাঁত দিয়েছিলো কেউ গুছিয়ে নিচ্ছি চুল ধীরে ধীরে কোথাও কি যাবো কোনোখানে তেরোটি ঘাসবন পার হবো তারপর ছায়া ছায়া সাঁঝ সন্ধ্যাপারে দাঁড়িয়ে বেলপাতাগাছ বেলপাতা ঘ্রাণ ছুঁবো একাকি সবুজগন্ধ ছুঁয়ে ভুলে যাবো জীবন রাত ১২ টা ৫৫ ____________________________________ ১৮০৪০৯-২ যে বাতাসে ভেসে তোমাদের দেশে আসি কিছু মদ আর বিষাদ জমিয়ে রাখি বাতাস ঝড় হবে না বলে আমাকে ভাসায় আমি উদ্ভ্রান্ত দিনের পেটে ঘুমিয়ে থাকি কাঁথার ভিতর জেগে থাকে রোদের পাথর তার উত্তরে ছিলো দীর্ঘ রাতের ইতিহাস তোমাদের দরোজায় ডাকে শাদা রাজহাঁস এই ভেবে আমি জেগেছিলাম চারশোবছর ঘুম ভেঙে গেলে বুকে রেখে ফুল ও ছুরি সহোদরা ও প্রেমিকার মৃত্যু কামনা করি রাত ৮ টা ৪৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।