আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান বিলাপ

তাহমিদুর রহমান

আজকাল প্রায়ই নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিমীলিত হয়ে পড়ে আমার রক্তিম চোখ অমাবস্যার অশরীরী অবয়ব ছায়া ফেলে মনে ক্লান্তির চৌহদ্দিতে পদার্পণ করে আমার অনুভূতি ভিতরের জন্তুটা বের হয়ে পড়ে বন্য পরাজয়ে নরকের রাজপুত্র হয়ে সিংহাসনে বসে পড়ি তৎক্ষনাৎ স্নায়ুতে নেচে উঠে মরচের স্ফুলিঙ্গ, যন্ত্রণার অগ্নিকুণ্ড মৃত্যুময় রুপের আজরাঈল খেলা করে দেহের মাংসে ব্লেডের আঘাতে কাটতে ইচ্ছে করে হাতের ধমনী কিংবা ঝুলন্ত সিলিং ফ্যানে ঝুলানো দড়ির ফাঁসির মঞ্চে আত্নহত্যা করার সুতীব্র স্পৃহা ধাক্কা দেয় নিজেকে আর এই মরণাসক্ত সফেন তরঙ্গের মাঝে জানালার ধারে ডাস্টবিন থেকে পাওয়া দূর্গন্ধের সাথে দেখে যাই জঞ্জাল আবর্জনার অসহনীয় তান্ডবলীলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.