আমাদের কথা খুঁজে নিন

   

এবার কিছু সিরিয়ালের কচকচানি......

এবার বিদায়ের পালা ...

কদিন আগে ফেসবুকে একটি ক্যুইজ ছিল অবসর সময়ে তুমি কি কর। আমি জবাব দিয়েছিলাম পড়াশোনা। । ব্যাপারটি তাহলে একটু খোলাসা করেই বলি। ইদানিং সিরিয়ালের আসক্তি আমাকে প্রবলভাবে গ্রাস করেছে।

নাওয়া খাওয়া ছেড়ে কেবলই সিরিয়াল দেখছি। তাই এখন সিরিয়াল দেখার অবসরে অন্যান্য কাজগুলো করতে হচ্ছে। আজ সাহোর পাঠকদের সাথে আমার প্রিয় কিছু সিরিয়ালের অভিজ্ঞতা শেয়ার করলাম। ১)prison break: বাজি রেখে বলতে পারি একবার শুরু করলে এই সিরিয়াল গোগ্রাসে গিলতেই হবে। রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর এই সিরিয়ালের প্রাণ এর অসাধারণ প্লট।

এখন পর্যন্ত তিন তিনটি সিজনের সফল সমাপ্তির পর এখন চলছে চতুর্থ সিজন। চক্রান্তের শিকার মৃত্যুদন্ডপ্রাপ্ত ভাইকে বাঁচাতে গিয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ার কি এক ভয়ানক ফাঁদে পা দেয়,সেটারই এক লোমহর্ষক চিত্রায়ন এই পলিটিক্যাল থ্রিলার সিরিয়ালটি। ২)friends মাঝে মাঝেই আমরা সবাই কমবেশি বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়ি। হলফ করে বলতে পারি বিষণ্ণতার টনিক হিসেবে ফ্রেন্ডস এর কোনো তুলনা হয়না। সত্যিকার অর্থে কোনো বড় তারকা ছাড়াই বছরের পর বছর সাফল্যের সাথে এগিয়ে চলেছে এই কমেডি সিরিয়াল।

ছজন বন্ধুর অসাধারণ কেমিস্ট্রি সিরিয়ালটিকে বছরের পর বছর টপচার্টের শীর্ষে রেখেছে। ৩)heroes: গতানুগতিকভাবে দেখলে মনে হবে কিছু অতিমানবিক ক্ষমতাসম্পন্ন মানুষের কাহিনীতে ভর করেই বুঝি সিরিয়ালটি এগিয়ে গেছে। কিন্তু আপাতদৃষ্টিতে এই সরল সাদামাটা কাহিনীর অন্তরালে যে কী ভয়ানক সুদূরপ্রসারী চক্রান্তের খেলা চলছে তা জানতে চাইলে দেখতেই হবে এটি। ৪)simpsons: আমেরিক্যান সমাজের মেকী রীতিনীতিগুলোকে নিয়ে এত বেশি ব্যঙ্গ বিদ্রূপ সম্ভবত আর কোনো সিরিয়ালে হয়নি। ক্ষুরধার হিউমারের এই সিরিয়াল দেখলে আক্ষরিক অর্থেই হাসতে হাসতে দম বেরিয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.