আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ানি: পিয়ানো ও ঐকতানে ...(উৎসর্গ: হমপগ্র)

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
ইয়ানি । সংগীতের বিস্ময়। বিস্ময় পিয়ানো ও ঐকতানে ... ইয়ানির জন্ম ১৯৫৪ সালের ১৪ নভেম্বর গ্রিসের কালামাতায়।

মানচিত্রে কালামাতা। ডানে ওপরে এথেন্স-লক্ষ করুন। কালামাতার সৌন্দর্য; নিশ্চয়ই ইয়ানিকে প্রভাবিত করে থাকবে। ১৮ বছর বয়েসে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে আসেন পড়তে। মনোবিজ্ঞান নিয়ে পড়েছেন।

তারপর পড়াশোনা শেষ করে ক্যালিফোর্নিয়া চলে যান চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য। ধীরে ধীরে ঝুঁকে পড়েন যন্ত্রসংগীতের প্রতি। তারপরের ইতিহাস আমরা জানি। পিয়ানো নিজে নিজেই শিখেছেন ইয়ানি। এমন কী সংগীতের নোটেশনও নাকি পড়তে পারেন না।

অ্যাডাজিও ইন সি মাইনর। পৃথিবীর বিষন্নতম সংগীত। ইয়ানি। ওয়ালজ ইন সেভেন বাই এইট আরও ইয়ানি Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।