আমাদের কথা খুঁজে নিন

   

হালখাতায় মেতেছে ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র নোয়াখালীর চৌমুহনী



পুরাতনকে পেছনে ফেলে সমৃদ্ধ আগামি আর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে আবার জেড়ে উঠুক চৌমুহনী- হালখাতার দিনে এমন প্রত্যাশা চৌমুহনীর ব্যবসায়ীদের। তাদের মতো জেলার প্রধান এই বাণিজ্যকেন্দ্রর ৩ হাজারের বেশি ব্যবসায়ীর এই মঙ্গলকামনা চৌমুহনীকে ঘিরে। সরকারি হিসাবে সারাদেশে মঙ্গলবার নববর্ষ পালিত হলেও জ্যোতিষ শাস্ত্রের (পঞ্জিকার) হিসাব অনুযায়ী পহেলা বৈশাখ ছিলো আজ বুধবার। নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীদের কাছে পুরানো হিসাব চুকিয়ে নুতন করে পথচলা তথা হালখাতার দিন হিসাবে পরিগণিত হয়। আর এই হালখাতায়ই আজ সারাদিন মেতে ছিলো দেশের ঐতিহ্যবাহী ও নোয়াখালীর প্রধানতম বাণিজ্যকেন্দ্র চৌমুহনী।

হিন্দু অধ্যুষিত দেড়শ বছরের পুরাতন এই বাণিজ্যিক শহরে ভোরের আলো ফোটার সাথে সাথেই লাল সালু কাপড়ের বাঁধানো দোকানের হিসাবের খাতা নিয়ে হিন্দু ব্যবসায়ীরা ছুটেছে বাধা মাধব জিউর মন্দির আর রাম চন্দ্র দেবের সমাধি ক্ষেত্রে। দোকানের খাতা বিগ্রহের চরণ স্পর্শ করাতে এসময় দীর্ঘ লাইন পড়ে যায় রাধা মাধব জিউর মন্দিরে। দোকানে ধনের দেবতা গণেশ এবং লক্ষী দেবীর পূজা দেয়ার মাধ্যমে দিনের কাজ শুরু করা ব্যবাসায়ীদের দোকানে দোকানে ফিরেছে ব্যান্ড পার্টির দল। বাজনা বাজিয়ে হালখাতার উৎসবের জানান দিয়েছে তারা। হালখাতাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান নির্বিশেষে দোকানগুলো সাজানো হয় বর্ণিল সাজে।

নতুন খাতার বিক্রির ধুম পড়ে যায়। দোকানে আগত ক্রেতাদের করানো হয় মিষ্টি মুখ। সকাল থেকে রাত অবদি চলে এই উৎসব। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।