আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:পাহাড়ে নেমেছে শান্তি

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

কবে যেন রক্ত ঝরেছিল শালগাছের গুঁড়িতে ছিন্ন করেছিল বুলেট নিরীহ শালপাতাদের? কবে যেন সাঙ্গুর রক্তিম জলে ভাসানে গিয়েছিলেন ভয়ার্ত দেবতা বুঙঅ? কবে যেন মৃত্যুর আগে সাপছড়ির মাটির স্পর্শ পেয়েছিল প্রতিরোধ যোদ্ধাটি ... কবে? এখন চারিদিকে ভালোবাসাময় রোদ্দুর ছড়িয়ে আছে। এখন পূর্বেকার বিরোধসমূহ সব অবিশ্বাস্য বলে মনে হয়; এখন শালগাছের পাতায় পাতায় প্রতিফলিত ঝলমলে রোদ এখন পূর্ন শান্তি নেমেছে নদী ও পাহাড়ে ... এখন পর্যটকপূর্ন পাহাড়ে ও নদীতে কাটছে নিরুদ্বিগ্ন দিন ও রাত। এখন পূর্বেকার সব রক্তপাত দুঃস্বপ্নের মতো মনে হয় ... পাহাড়ে নেমেছে শান্তি। এ শান্তি অক্ষয় হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।