আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষ - ১৪১৬



শুভ নববর্ষ - ১৪১৬। সবাই মিলে বাংলার সভ্যতাকে চিরঞ্জিব রাখি। এ হউক এবারের অঙ্গিকার। আধুনিকতার নামে ছেলেদের ঝুলে যাওয়া প্যান্ট তার সাথে সর্ট শার্ট (শার্টিটি একটু উচুঁ হলেই পেছনের অনেক কিছুই দেখা যায়) এবং মেয়েদের টাইট জামা, স্কার্ট, প্যান্ট (যা পড়লে শরীরের সকল আকৃতি বোঝা যায়, আবার অনেকে ওড়নাটাকে এমনভাবে পড়ে যেন ওটা শুধু শুধু, অনেকের শরীরের কিছু অংশও দেখা যায়) ইত্যাদি পড়া থেকে বিরত থাকি। আপুরা হয়ত বলবেন আমি নিজেই খারাপ, তা না হলে আমি ওসব দেখি কেন? আসলে আপরে আমারও মা, ছোট বোন, আন্টি, কাজিন আছে।

এবং আমরা সবাই এক বাসাতেই থাকি। কিন্তু আমি না দেখলেও অন্য কেউত দেখছে, তাই না? হয়ত বলবেন, আমার দৃষ্টিভঙ্গি বদলাতে। কিন্তু মেয়েদের শরীরটা যদি প্রদশনের বস্তু হত তাহলে ইসলামে মেয়েদের পর্দার কথা আসত না। আপনারাই (কিছু কিছু মেয়েরা) নিজেদের শরীরকে প্রদর্শণ করেন, ফলে কিছু কছু ছেলেরা আপনাদের অসৎ কাজের ফল স্বরুপ যা হওয়ার তাই হয়। কাল নববর্ষ।

দেখবেন মেয়েদের পোষাকের ধরন, রাতে পার্টিতে যোগ দেওয়া, সিএনজি তে ঘুরা ইত্যাদি ইত্যাদি........ আপনি মুসলমান হলে, ইসলামের তথা কোরআনের নিয়মমত চলুন, সাফল্য আসবেই, আসতে বাধ্য। চেষ্টা করুন। । কিন্তু মুসলমানদের নাম ভাঙ্গিয়ে যারা কুকর্ম করছে তাদেরকে ফলো করবেন না। তারা মুসলমানের কলঙ্ক।

যেমন: মুক্তিযোদ্ধারা হচ্ছে বাঙ্গালি জাতির আদর্শ। আর রাজাকাররা? আপনি যদি রাজাকারদের দিয়ে বাঙ্গালিদের বিচার করেন তাহলে কি হবে? বুঝুন, পড়ুন, চিন্তা করুন তারপর কাজ করুন, অন্যকে করতে বলুন। (আমার কোথাও ভূল হলে তা বুঝিয়ে দিন, আমার বিবেকে, বিচারে ভাল মনে হলে তা অবশ্যই করব। বিশ্বাস করতে পারেন। তবে অযৌক্তিক কথা বলবেন না।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.