আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: এখনও চলছে

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্ষে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তামিল টাইগারদের নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন মহেন্দ্র রাজাপক্ষে। তাঁর সেই অঙ্গীকার অব্যাহত।

তামিল-অধ্যুষিত এলাকায় প্রতিদিন মারা যাচ্ছে নিরীহ মানুষ। ভাবলে অবাকই লাগে-শ্রীলঙ্কার রাষ্ট্রধর্ম নাকি বৌদ্ধ-যার মর্মবাণী জগতের সকল প্রাণি সুখি হোক! এলটিটিই প্রধান প্রভাকরণ; এখন আত্মগোপন করে আছেন। গেরিলাযুদ্ধে ও নেতৃত্বে তাঁর যোগ্যতা প্রশ্নাতীত। কাজেই প্রশ্ন উঠেছে-তামিল টাইগারদের বিনাশ সত্যিই সম্ভব কি না- না, নিরীহ তামিলদের হত্যা করে রাজাপক্ষে কৌশলে তামিলদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তামিল টাইগাররা আজও সম্পূর্নরুপে নিশ্চিহ্ন হয়ে যায়নি।

আরও আশঙ্কার কথা এই যে -শ্রীলঙ্কার অভ্যন্তরীণ গৃহযুদ্ধে পাকিস্তান ও চিনের জড়িয়ে পড়ার কথাও ভাবছেন কেউ কেউ। এলটিটিই গেরিলাদের অস্ত্রের উৎস নাকি পাকিস্তান ও চিন। শ্রীলঙ্কার তামিল-অধ্যুষিত এলাকায় দুজন তামিল শিশু। এরাই এখন শ্রীলঙ্কার সেনাবাহিনীর সামরিক অভিযানের মুখে জীবননাশের ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী: অন্তত ৭০ হাজার তামিল শিশু শ্রীলঙ্কার সামরিক বাহিনীর গুলির মুখে প্রাণ হাতে দিন কাটাচ্ছে।

একটু আগেই বললাম-নিরীহ তামিলদের হত্যা করে রাজাপক্ষে কৌশলে এলটিটিই গেরিলাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি না! এটাই সবচে বড় আশঙ্কার কথা। সংবাদসূত্র: পাক্ষিক দেশ। ১৭ মার্চ। এ বিষয়ে আগের ৩টি লেখার লিংক Click This Link Click This Link Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.