আমাদের কথা খুঁজে নিন

   

৫২ জন সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট একসাথে একমাস

জানতে ও জানাতে ভাল লাগে

জাটি (জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং ইন্সস্টিটিউট)-এ ট্রেনিংয়ে এসেছি ৫২ সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গতকাল ট্রেনিংয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি, বিচারপতি এমএম রুহুল আমীন ও জাটি'র ডিজি বিচারপতি হামিদুল হক। গতকাল দু'টো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ফজলুল হক। বিচারপতি এটিএম আফজালের সংবিধান বিষয়ক ক্লাসটা খুব উপভোগ্য ছিল। সংবিধান সবসময় আমার প্রিয় বিষয়।

ফলে স্যারের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেয়া আমার জন্য সহজ ছিল। রাতে আড্ডা বসেছিল জাটি'র ছাদে। জোস্নালোকিত রাত। গান গেয়ে মাতালেন লালমনিরহাটের সহকারী জজ আসিফ, সিলেটের সহকারী জজ রোকন, টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ: হাই, মারুফ, গাইবান্ধার সহকারী জজ ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী। সবার জোড়াজুড়িতে কয়েকটি জোকস্ বলতে হলো আমাকে।

এ বিষয়ে কিঞ্চিত নাম ডাক আছে আমার। ১২.০৪.০৯ আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। শুরু হয়েছে জেনারেল ক্লসেস অ্যাক্ট দিয়ে। এডিআর নিয়ে অসাধারণ ক্লাস নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি মোস্তফা কামাল। এডিআর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

তাঁর এই প্রচেষ্টা সফল হলে বিচারপ্রার্থী জনগণের দুর্দশা ও ভোগান্তি অনেক কমে যেতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।