আমাদের কথা খুঁজে নিন

   

ভোটতো শেষ, এবার পাছায় লাথি.........?

চেষ্টা করছি

রাজধানী ঢাকায় ভিক্ষাবৃত্তি ব্যবসা হলেও চট্রগ্রাম ছাড়া দেশের অন্যান্য শহরগুলোতে ভিক্ষা করাকে পেশা হিসাবে যারা গ্রহন করে তারা দু'এক জন ছাড়া বাকি সবাই কোন উপায় না পেয়ে শুধু মাত্র বাচার তাগিদে ভিক্ষা করছে। এই সকল ছিন্নমুল নদী ভাংগা, বাসস্থান হারা ,সম্পদ হারা, সর্বহার মানুষ যাদের কাজ করারও শক্তি নেই রোগা, বৃদ্ধ শহরের রাস্তার পাশে, ষ্টেশনে যারা রাত কাটায়,অসুখ হলে চিকিঃসা না পেয়ে ধুকে ধুকে মরে। তাদের জন্য নাই শৈচাগার গোসলখানা।রাস্তাই তাদের সব, ড্রেন হলো শৈচাগার, আবর্জনাময় পুকুর এবং রাস্তার পাশের পানির ট্যাব হলো গোসলখানা আর সারাদিন হাতপেতে যা পাওয়া যায় তা দিয়েই খাবার ,না হয় ডাস্টবিন থেকে কুকুরের সাথে কারাকারি করে খাবার সংগ্রহ । এই যাদের অবসস্থা তাদের জন্য পুরুষ্কার স্বরুপ করা হলো সম্প্রতি বরিশাল ও সিলেট মেেট্রাপলিটন আইন,যা ইতিমধ্যে সংসদে পাস করা হয়েছে, আইনে বলা হয়েছে এই দুই মেেট্রাপলিটন এলাকায় কেউ ভীক্ষা করলে,রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করলে নিদৃস্ট অংকের জরিমানা অথবা জেল। আপনি কি মনে করেন.............................?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.