আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে gift অথবা quiz এপলিকেশন তৈরি করুন এক্কারে সহজে......

http://applemacblog.com/
শুনেন যারা পারেন তাগো কইতাসি না যারা পারেন না ও বানাইতে চান তাদের কইতাসি। আমরা অনেকেই ফেসবুকের এপলিকেশন গুলা নিয়া পইড়া থাকি এরে ওরে এই উপহার দেই আবার কুইজ নেই। মজার ব্যাপার হইল ফেসবুকে মিষ্টি কিংবা আরো নানান রকম জিনিষ আমরা আমাদের বন্ধুদের পাঠাই কিন্তুক লাভ টা কি হয় ? খাইতে পারে ? না গিলতে পারে ? তারপরো আমরা এই কাম কইরা মজা পাই। আবার আমরা অনেকেই কুইজ নেই আর মজা পাই যেমন আমাগো পরিচিত দুইজন >>> যাই হউক আমাদের ইচ্ছা করতেই পারে যে নিজেই একখানা এ্যপলিকেশন বানাই। যারা ৪০% পিএইচপি পারেন ও প্রোগরামিং নলেজ আছে তারা যেকোন রকম এ্যপলিকেশন বানাইতারেন এবং আয় ও করতারেন।

প্রথমে ফেসবুক ডেভলোপার টা ইন্সটল কইরা লন হেরফর এইডা Click This Link নামায় নিয়ে শুরু কইরা দেন। আর যাদের প্রোগরামিং নলেজ নাই তারাও চাইলে কিছ wizard এর সাহাজ্যে বানাইতারেন গিফট অথবা কুইজ এ্যপলিকেশন। প্রথমে গিফট এ্যপলিকেশন বানানোর এ্যপলিকেশন টি এ্যড করুন >>>> http://apps.facebook.com/giftcreator/ ফেসবুক ডেভলোপার এ্যপলিকেশন টি এ্যড করুন। এইবার ঐ গিফট এ্যপলিকেশন বানানোর এ্যপলিকেশন টি তে যান গেলে একটা পেজ আইব ওখানে আপনার এ্যপলিকেশনের নাম যেমন [চকোলেট গিফট] আর এটা কি নিয়ে এইসব বিস্তারিত লিখুন আর একটা গিফট অর্থাত একটা চকলেটের ছবি আপলোড করুন এইবার আপনারে সামনে নিয়া যাইব ওরাই বলে দিবে আপনাকে কি কি করতে হবে ৪-৫ টা সহজ ধাপ শেষ করলেই হইল, ব্যস আপনার এপলিকেশন তৈরি। এখন গিফট ক্রিয়েটরে গিয়ে আপনার এ্যপলিকেশনে যান ইচ্ছা মত গিফট/ছবি আপলোড করুন হেরফর বন্ধুদের চকোলেট গিফট পাঠানো শুরু করেন আপনার নিজের এ্যপলিকেশন দিয়া।

এরকম আরো গিফট এ্যপলিকেশন বানানোর এ্যপলিকেশন আছে http://apps.facebook.com/app_creator http://apps.facebook.com/giftcreator/ আর কুইজ এ্যপলিকেশন বানাইতে চাইলে এইগুলা চেষ্টা করতে পারেন http://apps.facebook.com/quizapps/ http://apps.facebook.com/quizcreator/quizzes http://apps.facebook.com/quizzes?point=20805 আমার বানানো একখানা এ্যাপলিকেশন... Click This Link -------------------------------------------------------------------------- লেখার কিছু পাই না তাই এইডা লিখলুম কেহ কিছু মনে কইরেন না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.