আমাদের কথা খুঁজে নিন

   

The Machinist:: অসাধারন এক সাইকোলজিকাল থ্রিলার

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
The Machinist ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে । ইংরেজি ভাষায় ছবিটি নির্মিত হলেও ছবিটি নির্মিত হয়েছে স্পেনে। ছবিতে আমেরিকার পশ্চিম উপকূলের এক শহর দেখালেও The Machinist ছবিটির পুরো স্যুটিং সম্পন্ন হয়েছে স্পেনের বার্সেলোনা শহরে ও এর আশেপাশের জায়গায়।

ছবিটি মুক্তি পাওয়ার পর পরই সিনেমাবোদ্ধাদের মধ্যে প্রচন্ড বিস্ময়ের সৃষ্টি করেছিল। পরিচালক; ব্রাড অ্যান্ডারসন। মূল কাহিনীটি লিখেছেন স্কট কোসার। অসাধারন লেখক স্কট কোসার । চিত্রনাট্য লেখার সময় কোসারের প্রেরণা ছিলেন ফিওদর দস্তয়ভস্কি ও ফ্রানজ কাফকা ।

অপরাধবোধ ও গ্লানি একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে অতি সুকৌশলে দেখিয়েছেন কোসার । ছবির স্যুটিংয়ের সময় পরিচালক ব্রাড অ্যান্ডারসন আহত হন। তবে স্যুটিং বন্ধ থাকেনি। সারাটা ছবি তিনি লোহার স্ট্রেচারে শুয়েই নির্দেশনা দিয়েছেন। চিত্রনাট্যকার স্কট কোসার পরিচালক ব্রাড অ্যান্ডারসন ক্রিশচিয়ান বেল।

মূল চরিত্র। প্লট: (অবশ্য সবটুকু না) বছর খানেক হতে চলল ট্রেভর রেজনিক (ক্রিশচিয়ান বেল) এর রাতে ঘুম হয় না। এতে করে তার স্বাস্থ ভেঙ্গে পড়েছে-তাকে কঙ্কালসার দেখায়। সে একটা কারখানায় কাজ করে । তার অদ্ভুত আচরণে তার সহকর্মীরা তাকে এড়িয়ে চলতে শুরু করে-একবার তার অসাবধানতায় এক সহকর্মীর বাহু মেশিনে ছিন্ন হয়ে যায় ...এর পর সে হয়ে পড়ে হতাশ=-তার ঘুম হয় না।

ঘরে স্টিভ নামে এক গণিকাকে নিয়ে যায়-তারপরও ঘুম হয় না; এয়ারপোর্টে র ক্যাফেতে মধ্যরাতে বসে থাকে -ধীরে ধীরে আলাপ জমে ওঠে ক্যাফের ওয়েটরেস জেনিফার জেসন লেহ-র সঙ্গে। মাঝে মাঝে সে চমশা পরা স্বাস্থবান একটা লোককে দেখে। কে সে? বিভ্রান্ত বোধ করে ট্রেভর রেজনিক ...তারপর তার মানসিক সমস্যা বাড়তে থাকে: এক সময় চাকরি হারায় সে । ঘটনা ঘটতে থাকে দ্রুতগতিতে ... সবশেষে জানা যাবে কী হয়েছিল। অপরাধবোধ ও গ্লানি একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে-দর্শক সেটা জেনে বিস্মিত হয়ে যায়।

ছবির জন্য স্যুটিং-এর ৪ মাস আগে থেকে ক্রিশচিয়ান বেল খাওয়া কমিয়ে দিয়েছিলেন। প্রতিদিন মাত্র ১কাপ কফি। একটা আপেল অথবা টুনা মাছের এক ক্যান। এভাবে ৬২ পাউন্ড হারান। ক্রিশচিয়ান বেল।

The Machinist ছবিতে। The Machinist ছবিটির ট্রেইলর
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।