আমাদের কথা খুঁজে নিন

   

Imageshack টরেন্ট ; টরেন্ট ডাউনলোডের একটি অন্য রকম উপায়

ভিমরুলের আস্তানা

আমরা অনেকেই জানি Imageshack অনলাইনে ছবি আপলোডের জন্য একটি ফ্রি সার্ভিস, কিছুদিন আগে (প্রায় অনেক দিন) Imageshack টরেন্ট সার্ভিস চালু করেছে, ফ্রি ইউজার হিসেবে মাসে ৫ গিগা ড্রাইভ স্পেস ও ১০ গিগা ব্যান্ডউয়িডথ ব্যাবহার করা যায়। কাদের জন্য প্রযোজনঃ অনেকের ইন্টারনেট কানেকশন পিটুপি সাপোর্ট করে না, তাই তারা টরেন্ট দিয়ে ফাইল ডাউনলোড করতে পারে না। তাদের জন্য Imageshack টরেন্ট টরেন্ট ফাইল টা কে http দিয়ে ডাউনলোড করার সুযোগ করে দেয় পজ রিজিউম সুবিধা সহ। কিভাবে শুরু করতে হবেঃ Imageshack টরেন্ট সার্ভিস ব্যাবহার করার জন্য আগে Imageshack এ একটি ফ্রি একাউন্ট খুলে নিতে হবে, যা খুব সহজেই http://www.imageshack.us/ এ গেলে ইমেল আড্রেস দিয়ে খুলা যাবে। তার পরে http://www.imageshack.us/ এ লগিন করলে নিম্নের পেজ দেখাবে, ১ এই খানে Torrent Drive এ ক্লিক করলে নিচের মত পেজ দেখাবে… ২ এই খান থেকে begin torrent রেডিও বাটন সিলেক্ট করে, browse করে পিসিতে ডাউনলোড করা টরেন্ট ফাইল দেখিয়ে দিতে হবে।

৩ তার পর Go বাটন প্রেস করতে হবে। ৪ এখন টরেন্ট টিকে স্টার্ট বাটন এ প্রেস করলে টরেন্ট ডাউনলোড শুরু হবে, সব সময় শুরু না ও হতে পারে কারন ফ্রি ইউজার হিসেবে একটু ঝামেলা করতে পারে, কিন্তু কিছুক্ষন পরে স্টার্ট বাটন প্রেস করলে হয় তো টরেন্ট ডাউনলোড শুরু হতে পারে। ৫ বাস এই বার কাজ প্রায় শেষ… এখন ফ্রি স্পেস এ টরেন্ট ফাইল টা ডাউনলোড হতে থাকবে। http://www.imageshack.us থেকে লগ আউট করলে ও ফাইল নামতে থাকবে। ফাইল ডাউনলোড শেষ হলে Download button এ প্রেস করলে ফাইল ডাউনলোডের পেজ দেখাবে।

৬ বার ডাউনলোড করা ফাইলের উপর রাইটক্লিক করে লিঙ্ক কপি করে নিয়ে পছন্দ মত ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করে নিলেই হল… এরপরও প্রবলেম হইলে আমার ওয়ার্ডপ্রেস এ দেখতে পারেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.