বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
অন্যান্য নির্বাচনোত্তর প্রেক্ষাপট থেকে গতবারের নির্বাচনোত্তর প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ তার আগে গত দুইবছর অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। পুরাদেশবাসী একটা অন্যরকম আশা আকাঙ্খা নিয়ে ভোট দিয়েছিল। যার ফলশ্রুতিতে আওয়ামীলীগের বিশাল জয়।
সবার মধ্যে একটাই আশা ছিল এবার হয়ত গতানুগতিক রাজনৈতিক আচার আচরন গুলো পরিবর্তন হবে।
১৮ পৃষ্ঠা ব্যাপী আওয়ামীলীগের "দিন বদলের সনদ" মানুষকে সেই পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল। আওয়ামীলীগ সরকার তাদের ক্ষমতা গ্রহনের পর কিছুদিন পর্যন্ত মানুষ ভেবেছিল সত্যিই বোধ হয় এবার ভালো কিছু হবে। কিন্তু সবার ধারনা পুরোপুরি ভুল প্রমাণিত করে এই সরকার সেই চিরাচরিত রূপে ফেরত এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলোর অন্তকোন্দল, প্রাতিষ্ঠানিক উচ্চপদ গুলোতে দলীয় আনুগত্য স্বীকারকারী ব্যাক্তির পূর্ণবাসন, রাষ্ট্রীয় প্রাসাশনিক পদগুলোতে ব্যাপক রদবদল এবং যার সর্বশেষ পদক্ষেপটি ছিল বিরোধীদলীয় নেত্রীর ক্যান্টনমেন্ট বাসভবনের লিজ বাতিল।
একটা শিশুও বুঝবে এটা একটি প্রতিহিংসার প্রতিফলন। বরং অন্য কিছু তো নয়ই। একটি শহীদ পরিবারকে উচ্ছেদ করে সেখানে অন্য শহীদ পরিবারকে পূর্ণবাসন হয় না। বরং প্রধানমন্ত্রী বিচক্ষণতার পরিচয় দিতেন যদি, তিনি বিরোধীদলীয় নেত্রীকে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি না করে অর্থাৎ বাসভবনটি সরকারের কাছে হস্তান্তর পূর্বক বাহিরে এসে বসবাস করে রাজনীতি করার আহব্বান জানাতেন।
লাল দীঘির ময়দানের জনসমাবেশে "একটি লাশের বদলে দশটি লাশ ফেলে দেবার অনুমতি দেয়া আর সংসদের দাঁড়িয়ে একটি শহীদ পরিবারকে উচ্ছেদ করে অন্য কতগুলো শহীদ পরিবারকে পূর্ণবাসন" কথা দুটির মাঝে কোন গুনগত পরিবর্তন নেই।
শুধু পার্থক্য সময়, মাঝখানের অনেকগুলো বছর।
প্রতীয়মান হয় যে, শুধু সময় গিয়েছে কিন্তু রাজনৈতিক গুনাবলীর উন্নতি হয়নি। যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তাহলে নির্বাচনোত্তর "দিন বদলের সনদের গান শুনিয়ে কি লাভ হলো?
দেশের যেখানে ক্ষুধা, দ্রারিদ্র, বিদ্যুৎ, শিক্ষা, সুশাসন, বিডিআর বিদ্রোহে সেনা অফিসারের মৃত্যুর কারণ উদ্ধার করা ছাড়াও অনেক কিছু ক্রাইং নিডস সেখানে এই ধরনের উস্কানীমূলক আর প্রতিহিংসা পরায়নের রাজনীতি কোন ভালো ফল বয়ে আনবে না, শাপে বর হয়ে দাঁড়াবে।
মনে রাখতে হবে, সবার জন্যই টাইম ফিক্সড, নট আনলিমিটেড।
ইতিহাস অন্ততঃ তাই-ই বলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।