আমাদের কথা খুঁজে নিন

   

চলেন মাছ(!) ধরি: ঘটনাস্থল যখন রাশিয়া

সাধারণ মানুষ

[এরকম পোস্ট আগে আরেকজন দিয়েছিলেন, যারা সেটা দেখেছেন, তাদের আর কষ্ট করার দরকার নাই।] আপনারা হয়ত ভাবছেন মাছ ধরার কথায় এত কিছুর কি দরকার। মাছ ধরতো কতই দেখছি, এই ব্যাটা আমদের আর কি দেখাবে। তবে, আমি আপনাদের যে মাছ ধরার ঘটানাটা দেখাব সেইটা একটু আলাদা। চলেন শুরু করি। ১. প্রথমে এইরকম লোকজন গাড়িটাড়ি নিয়ে চলে যান বরফের উপরে: ২. তারপরে ঠিক করেন কোন যায়গায় মাছ(!) ধরবেন: ৩. সেই জায়গায় বড়সড় একটা গর্ত করেন: ৪. তারপর একজনকে ধরে মাছ(!) খুজতে ঐ জায়গায় নামিয়ে দেন: ৫. যাকে নামাবেন সে হয়ত একটু গাঁইগুই করবে, ভাইজান পনি বড়ই ঠান্ডা, বরফ হইয়া যাইতেছি। "শয়তান পানি যতই ঠান্ডা হোক, তোকে নামতেই হবে, হাহাহাহা " -- এই টাইপের ভিলেনীয় হুমকি মেরে তাকে পানির নিচে পাঠান, যেন সে মাছের(!) গায়ে দড়ি বেঁধে দিয়ে আসে। ৬. মাছের (!) গায়ে দড়ি বাঁধার পর টান দেন, দেখবেন মাছ দেখা যাইতেছে। ৭. এরপর টানতে টানতে মাছ ডাঙায় তুলে আনেন: সবই তো বুঝলাম, ডুবুরি গেল কই ৮. যাক, মরে নাই ব্যাটা, ঠিকই উইঠা আসছে ৯. মাছ (!) এখন পুরা ডাঙায় ১০. আরেকটা মাছ(!) তবে, এইটার সাইজ ছোট (আক্ষেপ: প্রথম মাছটার মত একটা মাছ যদি আমার থাকত )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।