আমাদের কথা খুঁজে নিন

   

দালাল হই চলেন!

ইমরোজ

আমার আজকাল খুব দালাল হতে ইচ্ছে করে। দালালদের কাজটা বড়ই সৌন্দর্য লাগে। তারা এমন একটা স্ট্যান্ড নেন, যাতে মনে হয় তরকারিতে লবণ বেশিও হয়নি, কমও হয়নি। তরকারি নিউট্রাল আছে। কিন্তু এই মজার তরকারি খাইলে যে আপনার তিন দিন টানা বাথরুমে থাকতে হইবে তা কিন্তু দালালরা ভুলে যান।

প্রথম আলো আমাদের একবিংশ শতকের দালালি শিখিয়েছে। যখন যে সরকার আসবে তার দালালি করা দিয়েই তাদের শুরুটা হয়েছিলো। দেখুন তাদের বানানো তরকারি কিন্তু বিষ হয়েগিয়েছে আলপিনের সুমন্ত-আসলামের জন্য, কার্টুনিস্ট আরিফুরের জন্য, দালাল মতিউর রহমান তার পদে বহাল আছেন, আর দালাল লতিফুর রহমানের সম্পদের হিসেব চাইছে না কেউই। হায় প্রথম আলো, ভুলে গেল আরিফুরের কথাটা। আমাদের ব্লগের দালালদের দালালি দেখে অবাক হয়ে যাই।

অভিনব দালালি। ভয়ংকর। তাদের কথা হলো, রাজাকাররা ঠিক কইছে, আবার আমরাও ভুল কইনাই। সামহোয়ারের নীতি ঠিক আছে। সামহোয়ার দালালদের সমাদর করিবে না? তা কি হয়? যাহোক, দালালি ভাল না, কারণ পক্ষান্তরে দালাল মানে কিন্তু মেয়ে ব্যবসা করা যা প্রথমআলো করছে, আর এখানে কেউ কেউ করছেন, আর সংসদ ভবনে হাটতে গেলেও অনেক দালালের দেখা মেলে।

তবে একটা কথা সত্য। দালালরা কিন্তু বেঁচে থাকে, আর স্বার্থ হাসিল করতে থাকে। দালালিতে হঠাৎ করে ইস্তফা দেওয়া ঠিক না। তাহলে দেবপ্রিয় এর মত জেনেভায় চলে যেতে হতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.