আমাদের কথা খুঁজে নিন

   

আইবি সালতামামি

আমার অসম্পূর্ণ জগৎ

আইবি’র এই এমবিএ টা করতে এসে ভাই, করছি মোরা কত মজা, তার আর যে শেষ নাই। করছি যে ক্লাস, দিচ্ছি যে মিড, ঘুরছি মোরা বেশ, ট্যুরের টাকা চলছে আজও হয়না যে তা শেষ! ক্লাসের মজা ক্লাস ছাড়িয়েও দিচ্ছি মোরা ছড়িয়ে, কিভাবে যে কেটে গেল এতগুলো দিন গড়িয়ে। বলছি আমি শোন এবার বন্ধুদেরই কথা, মিষ্টি কথা, মজার কথা, আছে দুঃখ ব্যথা। ক্লাসে মোদের রোল দুই তার, নামটি হল রাকিব, পারফরম্যান্সটাও ঠিক যেন তার ক্রিকেট দলের সাকিব ! রোল তিন তার, নাম অদিতী, দেখতেও সুন্দরী, ক্লাসটাকে সে মাতিয়ে রাখে ঠিক যেন এক পরী। এর পরেতে সিরিয়ালে আছে যে রাহনুমা, নাম পড়তে ভুল হলে তোর করিস যে তুই ক্ষমা ! রাহনুমারই আরেকটি গুন, পড়তে পারে খবর, প্রেজেন্টেসনটাও তার হয় যে কঠিন এবং জবর ! এর পরেতে আছে মোদের ক্যাপ্টেন, নাম আনিস; সায়মার পিছে ঘুরে ঘুরে জীবনটাই তার ফিনিস! এর পরেতে আছে মোদের এমদাদ, ভাল ছেলে; কোন কিছুর হুশ থাকে না বন্ধুদেরই পেলে।

এবার আমি বলছি শোন আসিফেরই কথা, টাকার কথা বললে যে তার মনে লাগে ব্যথা! আসছে এবার গাল্লু পোলা জামেরী হাসান, অনেক হইছে এবার আপনি নিজেকে সামলান! তারপরেতে বলছি শোন জাহিদেরই কথা পেটটা দেখে ঠিক বোঝা যায় সে যে হবু মাতা! আসছে এবার নেতা যে এক আনোয়ার তার নাম নেতা হলেও করেন তিনি ভাল ভাল কাম! আছেন এবার খুব পপুলার, শরীফ হোসাইন চিপা; টাকা খরচ করেন তিনি খুবই টিপা টিপা! সুমন মামা করেন শুধু উলটাপালটা কাজ, তাই তো আমি ওনার জন্য রাখছি কেঁচো-কাঁচ! আফসানা তো খুবই বিজি, দেখা নাহি পাই, আইবি কে দেয়ার মত তার কোন টাইম নাই! এবার শোন তোমরা সবাই নামটি রমাপ্রিয়, সত্যি সত্যি সে যে অনেক ছেলের কাছেই প্রিয়। আসছে এবার সামনে সবার ফাতেহা মাশকুরা, দেখলে তাকে মনটা আমার হয় যে উড়াধুড়া! বলছি এবার গল্প শোন নামটি যে তার লোপা, সবার কাছে পরিচয় তার, “ফিন্যান্স গ্রুপের আপা”! নাঈমা খুবই ভাল মেয়ে, একটুখানি ভীতু, লজ্জা পেলে লাল হয়ে যায় নরম তার গাল দুটো। সারিকা তো দেখতে ভারি, চাকরিও তার বড়, প্রোগ্রামে তাই ডোনেট করে সবাইকে হেল্প কর! ফাপরবাজি শিখলে যে কেউ মুন্নার কাছে শিখুক, মাঝে মাঝে তার লেগে থাকে শধু মেয়েলী সব অসুখ! আদনান ভাই চাকরি করেন, বিশাল ম্যানেজার, সে কারনেই ওনাকে আমরা দেখতে পাই খুব রেয়ার! সায়ীদ মামা ক্লাসের শেষে তাড়াতাড়ি চলে যান, ওনাকে রেখে ঘুরলে সবাই ভীষন বেজার হন! ইকবাল খুবই ভাল ছেলে, কন্ঠটাও তার দারুন! আপনার কাছে দাবী, একটা এলবাম বের করুন। হাফসা খুবই ভাল মেয়ে সবার ভীষন প্রিয়, ভাল খাবার খেতে হলে ওদের বাসায় যেও। সীমান্তকে যায় না ছোঁয়া, সে যেন এক ছবি, তারপরেও সত্য কথা, তিনি প্রেমিক কবি।

এবার আমি বলছি শোন নিজের কিছু কথা, নাই কোন কাজ, তাই করি আজ মুন্ডু মাথা যা-তা। যদি কারও খারাপ লাগে শুনে আমার কথা, ক্ষমা করে দাও, নিও আজ মনে কোন ব্যথা। আজকের এই দিনের শেষে সবাই যাব চলে, তারপরেও যেও নাকো কেউ কাউকে ভুলে। দিনের শেষে করবে যখন স্মৃতিগুলো স্মরণ, দেখবে তখন বন্ধুত্বেরই কঠিন অটুট বন্ধন। (কবিতাটা আমাদের এমবিএ গ্রাজুয়েশন পার্টি উপলক্ষে লেখা)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।