আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক লাইন জীবনানন্দ -- কবিতার ভূত চাপছে হটাৎ

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

অনেকদিন আগের কথা, সেই স্কুলবেলায় চট্টগ্রামের অমর বই ঘর থেকে অজস্র পূরানো বই এর মাঝে পাওয়া "শ্রেষ্ট কবিতা" জীবনানন্দ দাশের। অনেক পূরানো সেই ৭৯ এ প্রকাশ হওয়া। টেম্পো তে চড়ে রিকশা ভাড়া বাঁচানোর টাকা থেকে মাত্র বিশ টাকায় কেনা ছিঁড়া ফাটা এই বইটা যে কত প্রিয় কখনো বোঝাতে পারা যাবে না। দিন রাত চাকরির ধকল আর সংসার ধর্মের ডামাডোলে বইটির কথা ভুলেই ছিলাম অনেকদিন। মাত্র কাল বইটি আবার খুজে বের করলাম আর সেই থেকে দাশ বাবু মাথা থেকে যাবেনই না। এতদিন পরে দেখা বলে কথা। ভাবলাম আমার খুব প্রিয় কয়েকটি ছত্র শেয়ার করি, বাংলার আধুনিকতম কবির সৃষ্টি... " ---------আমার হৃদয় - এক পুরুষহরিণ - পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় - চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমাকে কি চায় নাই ধরা দিতে? আমার বুকের প্রেম ঐ মৃত মৃগদের মতো যখন ধূলায় রক্তে মিশে গেছে এই হরিনীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোন এক বসন্তের রাতে? তুমিও কাহার কাছে শিখেছিলে ! মৃত পশুদের মতো আমাদের মাংশ ল'য়ে আমরাও প'ড়ে থাকি; বিয়োগের - বিয়োগের - মরণের মূখে এসে পড়ে সব ঐ মৃত মৃগদের মতো। প্রেমের সাহস সাধ স্বপ্ন ল'য়ে বেচে থেকে ব্যাথা পাই, ঘৃণা - মৃত্যু পাই; পাই না কি? ------------------------------------------------------------------------------ ------------------------------------------------------------------------------ এই ব্যাথা - এই প্রেম সব দিকে র'য়ে গেছে - কোথাও ফড়িঙে - কীটে -- মানুষের বুকের ভিতরে, আমাদের সবার জীবনে। বসন্তের জ্যোৎস্নায় ঐ মৃত মৃগদের মতো আমরা সবাই।" ---------------------ক্যাম্পে, জীবনানন্দ দাশ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।