আমাদের কথা খুঁজে নিন

   

লাল পাখির ছড়া

শিশুতোষ যে কোন রচনা।  

ছোটদের সামহ্যোয়ার ইনের জন্য লেখা পাখিটা বসেই আছে, কী পাখি নাম জানি না। এখনই প্রথম দেখি, রংটা লালের মতন। ও পাখি ঘর কই তোর? হ না বন্ধু যে মোর। আমাকে সঙ্গে নিবি? যেতে পারি দূরের দেশে। যেতে পারি ঐ আকাশে। যেতে পারি তোরও নীড়ে। গাছের ঐ -ঐ উপরে; ঝড় হলে থাকিস কোথায়? গাছের ঐ -ঐ উপরে? ঘরে মোর থাকতে পারিস। ধ্যাত। পাখিটা উড়েই গেল! আমি এখন কী যে করি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।