আমাদের কথা খুঁজে নিন

   

লোকটি-১



বিকেলের মতো মুখটি সকালে বেরুয় লোকটি-- কিলবিল ঘটনাসাগরে-- সারাদিন সাঁতরে মরে! কত কী যে কানে ঢুকে--কত কী যে বাজে বুকে কত কী যে মনে টুকে--কত কী যে যায় ফুঁকে! ঘরে ফিরে রাত-দুপুরে-- ঘিরে ধরে চেনা-কুকুরে গায়ে-পায়ে লেজ বুলায়-- ভালোবাসায় গলা ফুলায় কুকুরের লেজের ছোঁয়ায় কেমন যেনো হয়ে যায় ঠিক বুঝেও বুঝে না লোকটি শুধু রাতদুপুরে সূর্য-সকাল হয় মুখটি পরক্ষণেই ম্লান হয়ে যায় কুকুর প্রেমের সুখটি বুকজুড়ে এক লেজের অভাব, সেই অভাবের দুখটি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।