আমাদের কথা খুঁজে নিন

   

...অন্ধ স্রষ্টা...

এ আমার নীরব প্রার্থনা....

আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছো না... দয়া করে একটু সাড়া দাও... একটুখানি... কতকাল ধরে ডাকছি তোমাদের... তোমরা কি শুনতে পাচ্ছো না... আমি একটু আলো দেখতে চাই... একটু আলো... অনেকদিন আলো দেখিনা... কিভাবে ভোর আসে সোনালী ওড়না হয়ে... ভুলে গেছি.. কতদিন চাদের আলো দেখিনা... একটু আলো এনে দাও আমাকে... অসীম আধারে বন্দি আমি... ভুলে গেছি আমার চেনা জগ‍ৎটাকে... যেখানে আমি জন্মেছি.. কাটিয়েছি আমার কৈশর... কেটেছে আমার জীবনের রঙিন সময়গুলো... যেখানে রয়েছে আমার চেনা মানুষগুলো... কাছের মানুষগুলো... খুব যেতে ইচ্ছে করছে আমার চেনা জগৎটাতে... পরিচিত মানুষদের কোলাহলে... যেখানে আছে আমার ভালোবাসার মানুষটি... আমার বন্ধুরা... আর আমার একান্ত আপন মা... আমার এ ঘরে না একটাও জানালা নেই.. দরজা নেই... খুব একাকী আমি এখানে... যদিও মাঝে মাঝে হারানো মানুষগুলোকে দেখি... যারা হারিয়েছে তোমাদের ঐ আলোকময় জগৎ থেকে... কেউ কেউ হয়তো কথা বলে.. আর বাকিরা আমার মতই নিঃসঙ্গ থাকে আর একাকী প্রলাপ বকে... কেদে ফেরে তাদের হারানো জীবনের জন্য... তোমরা কি আমাকে একটুও দেখোনা... মাঝে মাঝে ক্ষনিকের জন্যে দেখতে ইচ্ছে হয় তোমাদের... যেতে ইচ্ছে হয় তোমাদের মাঝে... সৃষ্টিকর্তা সে সুযোগ দেননি আমাদের... তখন দূর আকাশের তারা হয়ে দেখি তোমাদের... অনেকটা স্বপ্নের মত করে... কষ্টময় স্বপ্ন........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।