আমাদের কথা খুঁজে নিন

   

QuickOffice Premier 6 | ফ্রী ডাউনলোড

আমি গান,দ্রুতগতির গাড়ি,মুভি এবং গেমস পছন্দ করি।

বর্তমানে ব্যাবসা ও পড়াশুনা এতটা কমপিটিটিভ ও চ্যালেন্জিং হয়ে গেছে যে ছোটখাট ভুলও পাপ বলে গন্য হয়। বিজনেস এক্সিকিউটিভ, করপোরেট বডিজ ও স্টুডেন্টদের তাদের বিজনেস প্রজেক্ট অথবা প্রেজেন্টেশন নিয়ে প্রায়ই দুঃশ্চিন্তা করতে দেখা যায়। আপনি যত সুন্দরভাবেই আপনার প্রেজেন্টেশন তৈরী করুন না কেন শেষ মুহুর্তেও আপনার অফিস ডকুমেন্ট এ কিছু এড করার বা ফাইল এডিট করার প্রয়োজন থেকেই যায়। QuickOffice বর্তমান মোবাইল ইন্ডাস্ট্রিতে এতটাই জনপ্রিয় যে নকিয়া ও অন্যান্য জায়ান্ট কোম্পানিগুলো তাদের বাজারজাত করা ফোনে QuickOffice বেস প্যাকেজ সফটওয়্যারটি দিয়ে দেয়।

আপনি কাজ যদি শুধু ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইলগুলো দেখা হয় তাহলে বেস প্যাকেজ বা স্টান্ডার্ড এডিশন আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি আপনার মোবাইল ফোনটি দিয়ে মাইক্রোসফট অফিসের যাবতীয় কাজ করার সুবিধা পেতে চান তাহলে QuickOffice Premier 6 আপনার জন্য অতি আবশ্যক। নতুন ভার্সনটির মাধ্যমে আপনি আরো অনেক ফিচার পাবেন যা আগের ভার্সনে ছিল না। ১। অফিস ডকুমেন্ট ভিউ, এডিট করা।

২। নতুন ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট বানানো ও সেভ করা। ৩। ইন্টিগ্রেটেড মোবাইল ফাইল এক্সপ্লোরার। ৪।

কমপ্লেক্স ফরমুলা সাপোর্ট। ৫। QuickOffice Premier 6 সফটওয়্যার থেকেই ফাইল ইমেইল এটাচ করে সেন্ড করার সুবিধা। ৬। মোবাইলে তোলা বা সেভ করা ছবি ফাইলে সংযুক্ত করা।

৭। প্রজেক্টরের সাথে সংযুক্ত করে সরাসরি ফোন থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা। ৮। ফোন থেকে সরাসরি ফাইল প্রিন্ট করার সুবিধা (ব্লু-টুথ সাপোর্টেড প্রিন্টার লাগবে)। এবং আরো অনেক অনেক ফিচার।

সবচেয়ে বড় যে সুবিধা ভার্সন ৬ থেকে পাওয়া যায় এটি হল এখন QuickOffice Premier 6 মাইক্রোসফট অফিস ২০০৭ সাপোর্টেড। তাই নতুন ফরম্যাটের সব অফিস ফাইলও কমপ্যাটিবল। আপনি যদি নকিয়া সিরিজ ৬০ থার্ড এডিশন ফোন ব্যাবহারকারী হন তাহলে এখনি QuickOffice Premier 6 ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে। QuickOffice Premier 6 Download

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.