আমার বাবার সাথে যখন কোন কিছু নিয়ে আমি তর্কবির্তক করি, তখন আমার বাবা আমাকে বলে। তুই তুসপুরের মাওলানা আর কাকরাইল মসজিদের ইমাম।
বাবার কথা শুনে ছোট বেলায় মনে হইত কারকরাই মসজিদ কতইনা বড়।
বাস্তবে যখন দেখলাম তখন মনে হলো আমার সাথে আমার বাবা মজা করত,
আজ পর্যন্ত তুসপুর আমি চিনলাম না, যদি কেউ তুসপুর চেনে থাকেন আমাকে লোকেশনটা বলবে আমি তুসপুর যাবো।
আমার না খুব শক তুসপুরের মাওলানা কে? দেখার জন্য।
বি: দ্র: হুজুরের ছবি না পাওয়াতে বড় হুজুরের ছবিটা দিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।