আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ টিউটোরিয়ালঃ বৃষ্টি

আজাইরা লেখা পড়ার কোনো মানে হয় না

ইন্টারনেটে RAIN দিয়ে সার্চ দিলে অনেক ছবি পাওয়া যায়।তারমধ্যে কিছু হয়তো এনিমেটেডও হয়ে থাকে।কিন্তু আপনি চাইলেই খুব সহজেই আপনার প্রিয় যে কোন ছবিতে RAIN EFFECT ব্যবহার করতে পারবেন। RAIN EFFECT এর জন্য আমি নিচের ছবিটি ব্যবহার করতেছি PART 1: Photoshop ১ ছবিটি ফটোশপে ওপেন করুন এবং আরো চারটি নতুন লেয়ার তৈরী করে প্রতিটি লেয়ার এর বাকগ্রাউন্ড হিসাবে কালো রঙ ব্যবহার করুন ২ প্রথম লেয়ারটি সিলেক্ট করে FILTER>>NOISE>>ADD NOISE এবং নিচের সেটিংস ফলো করুন ৩ এখন FILTER>>BLUR>>MOTION BLUR এবং নিচের সেটিংস ফলো করুন ৪ বাকি ৩টি লেয়ারেও একইভাবে NOISE ADD করুন কিন্তু NOISE AMOUNT চেঞ্জ করে দিন।যেমন LAYER 2 : 65 LAYER 3 : 75 LAYER 4 : 85 প্রতিটি লেয়ারে স্টেপ ৩ এর মত MOTION BLUR ADD করুন।কিন্তু এবার MOTION BLUR AMOUNT ও ANGLE চেঞ্জ করতে হবে না অর্থাৎ প্রথম লেয়ারে যে BLUR সেটিংস ব্যবহার করা হয়েছে পরের ৩টি লেয়ারেও একই BLUR সেটিংস ব্যবহার করুন। ৫ এখন প্রতিটি লেয়ারের ক্ষেত্রেই নিচের সেটিংসটি ফলো করুন ৬ আপনার ছবিটি এখন এমন দেখাবে ৭ পুরো ফাইলটি IMAGEREADY তে নিয়ে যান Part 2: Imageready ১ ANIMATION WINDOW তে প্রথম FRAME মত ৪টি ডুপ্লিকেট FRAME তৈরী করুন ২ প্রতিটি FRAME এ দেখবেন আপনার তৈরী ৪টি লেয়ার সিলেক্ট করা আছে। প্রতিটি FRAME থেকে সবগুলো লেয়ার ডি-সিলেক্ট করুন ৩ এবার প্রতিটি FRAME এর জন্য কেবলমাত্র একটি লেয়ার সিলেক্ট করুন।যেমন: FRAME 1 : LAYER 1 FRAME 2 : LAYER 2 FRAME 3 : LAYER 3 FRAME 4 : LAYER 4 ৪ সবশেষে ANIMATION WINDOW এর TIME DELAY - 0.2 করে দিন।এবার PLAY দিয়ে দেখুন বৃষ্টির খেলা FINAL PROJECT:

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।