আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ সিএস এ পানির ইফেক্ট

যোদ্ধা হতে চেয়েছি...

ভূমিকা: এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেথাবো কি করে ফটোশপের ব্লেন্ডিং অপশন ও লিকুইফি ফিল্টারের মাধ্যমে পানির ফোটার ইফেক্ট তৈরি করতে হয়। যদি আপনাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় আমাকে ই-মেইল বা ম্যাসেজ পোস্ট করতে পারন। মূল ছবি: পদক্ষেপ ১: উপরের মূল ছবিটি ডাউনলাড করে ফটোশপ সিএস বা এর পরবর্তী কোনো ভার্সনে ওপেন করুন। এবার Water নামে নতুন একটি লেয়ার নিন। টুল প্যালেট থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিচের ইমেজ অনুযায়ী কনফিগার করে নিন।

Water লেয়ারে নিচের ছবির মতো বৃত্ত আঁকুন ব্রাশ টুলটি দিয়ে। পদক্ষেপ ২: অতঃপর উপরের মেনু বার থেকে Filter> Liquify (Shift+Ctrl+X) অপশনে প্রবেশ করে Forward Wrap টুলটি নিয়ে Water লেয়ারটিকে নিচের ছবির মতো আকৃতি দেওয়ার চষ্টা করুন। পদক্ষেপ ৩: Water লেয়ারটিতে ডান মাউস বাটন ক্লিক করে বা লেয়ার প্যালেট এর নিচ থেকে Blending Options এ ক্লিক করুন। পদক্ষেপ ৪: Blending Options এ প্রবেশ করে নিচের সেটিং অনুযায়ী কনফিগার করুন: Inner Shadow: Contour Settings: Linear Inner Glow: Contour Setting: Linear Bevel and Emboss: Gloss Contour: Linear এবার ok ক্লিক করুন...ইচ্ছা করলে এই ইফেক্টটি ভবিষ্যতে ব্যবহার করার জন্য New Style এ ক্লিক করে সেভ রাখতে পারেন। ঠিকঠাক মতো এই টিউটোরিয়াল ফলো করলে নিচের এই ইমেজ বা এর কাছাকাছি কোনো ইমেজ তৈরি হবে: ধন্যবাদ...কমেন্ট ও ক্রিটিক আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।