আমাদের কথা খুঁজে নিন

   

বছরের প্রথম শিলা বৃষ্টি

আজাইরা লেখা পড়ার কোনো মানে হয় না

অন্যান্য দিনের মত আজ বিকালেও বসে ছিলাম কম্পিউটার সামনে। হঠাৎ দেখি নেট লাইন হাওয়া। তখনো বুঝি নাই কি হইতেছে। আই.এস.পি রে ঝাড়ি দেয়ার জন্য ফোন হাতে নেয়ার সাথে সাথেই দেখলাম বিদ্যুৎ চমকাইলো। ওইটা দেইখাই আমার ভাঙা পিসি টারে রেষ্ট দিলাম।

দ্রুত চা বানাইলাম আর বিড়ি ধরাই নিয়া বইলাম বারান্দায়। দেখতে দেখতেই বৃষ্টি নামলো। ভাল মতই বৃষ্টি উপভোগ করছিলাম কিন্তু কিছু বুঝে উঠার আগেই কোথা থেকে এক বেরসিক শিলাখন্ড আইসা পড়ল আমার মাথার উপর । এরপর বলা নাই কওয়া নাই শুরু হইল বছরের প্রথম শিলা বৃষ্টি। শিলা বৃষ্টি বইতে দিলো না চেয়ারে।

ফোনটারে নিয়া আইলাম রুম থাইকা আর চেষ্টা করলাম যদি কিছু তুলতে পারি। এরমাঝে অবশ্য অনেকবার আমার মাথায়,হাতে-পায়ে শিলা পড়ছে। সামনের হোষ্টেলে দেখলাম সবাই ওই শিলাবৃষ্টির মাঝেই রাস্তা থেকে শিলা কুড়াইতেছে। অনেক চেষ্টা করলাম ওদের ছবি তুলতে কিন্তু পারলাম না। বছরের প্রথম শিলাবৃষ্টি বেশ ভালোভাবেই উপভোগ করলাম বৃষ্টির পানিতে ভিজ্জ্যা থুক্কু শিলার বাড়ি খাইয়া


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.