আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভি ( বাংলাদেশ টেলিভিশন) আর কত সরকারের চামচামি করবে?

গর্জে উঠুন একসাথে এগিয়ে যাও বাংলাদেশ

আমার মত যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, যাদের বাড়ীতে স্যাটেলাইট কানেকশন নাই তারা হাড়ে হাড়ে বুঝতেছি বিটিভির সরকারকে তৈল মর্দন কাহাকে বলে কত প্রকার কি কি। তাদের অনুষ্ঠানের মানো তেমন ১৯শ ব্রিটিশ আমলে তাদের (বিটিভির) ষ্টুডিয়োতে নির্মিত বস্তা পচা সংগীতানুষ্ঠান, অদ্ভুত নাচের অনুষ্ঠান এবং তথাকথিত টকশো (নাকি চামচামি) কিভাবে তারা নিলর্জ্জ ভাবে প্রচার করছে। তাদের কি কোন জবাবদিহিতা নাই? নাকি রাস্তার নেড়ী কুত্তা গুলোর মত অভিভাবক হীন? তারা ইদানিং যাচ্ছে লাইভ খেলা দেখাতে!! বাধ্য হয়ে দেখতে হয় কিন্তু তাদের সংবাদ শিরোনামের জ্বালায় খেলার স্কোরকার্ড দেখা যায় না। তখন মনে মনে গালাগালি করে বিটিভির কর্তাবাবুদের চোদ্দগুষ্ঠি উদ্ধার করা ছাড়া কিইবা করার আছে ভাবুনতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।