আমাদের কথা খুঁজে নিন

   

“রংমহল কবি”



কবিতার শব্দ বাস্তবকে দৃশ্যকল্প দেয় আর মানুষকে চিন্তা করতে শেখায় । মরচে ধরা বিবেকটাকে জেগে ওঠার সাহস দেয়া কবিতার এক একটি বর্ণমালা। অতীত থেকে আজ পর্যন্ত কবিতার ধ্রুবক শব্দগুলো সমাজ বদলে হাতিয়া হিসেবে কাজ করে আসছে । মানুষের বিবেককে সত্যের সামনে তুলে ধরতে, মনের আঙ্গিনায় যত সুখ, যত দুঃখ সব বাংলা বর্ণমালায় প্রকাশিত করে কবিরা । সেই সব স্রষ্টা কবিদের সম্মাণ দেখানোর প্রত্যেয়ে “রংমহল কবি” এর যাত্রা । প্রতি মাসে “রংমহল কবি” নামক এই পোষ্টে প্রকাশিত হবে । তাই রংমহলের সকল কবিকে “কবিতা ও ছড়া” বিভাগে তাদের আরো বেশী অংশগ্রহণ কামনা করছি http://www.rongmohol.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।