আমাদের কথা খুঁজে নিন

   

নাপিচ ভাবী (নাফিস ইফতেখার-রে নিয়ে ছড়া)

www.shopnopuri.net

নাফিস ইফতেখার, আপনার লেখা পড়ে অবাক হই। খুব সুন্দর লিখেন আপনি। যারা অন্যকে আনন্দ দিতে ভালবাসে,আমি তাদের উদ্দেশ্যে মনে মনে শ্রদ্ধায় মাথা নত করি। আপনার জন্য শুভকামনা... আপনাকে আনন্দ দিতে আমার এই ব্যর্থ চেষ্টা.....। _______নাপিচ ভাবী_____ আজ সকালে বাবার বাড়ী, চলে গেছেন ভাবী।

ভাইকে ঘরে তালা মেরে, সঙ্গে নিছেন চাবি। একলা ঘরে ,অন্ধকারে কাদেঁন নাপিচ ভাই। ভাই্য়ের জন্য ভাবীর মনে মায়া-দয়া নাই। ইয়া জোয়ান নাপিচ ভাইয়ের হইলো একি দশা! ঘিরে রেখে , কামড়ে ধরে, রক্ত চুষে মশা। সব চেয়ে যে বড় মশা,আমার নাপিচ ভাবী।

ভাইকে ঘরে তালা মেরে, সঙ্গে নিছেন চাবি। ভাবী এমন বেতমিজ হবে,বিয়ের আগে করা যায়নি আঁচ। ভাব-খানা তার এমন ছিল,যেন উল্টে খাননি ভাজা মাছ। মাছের কথা উঠতেই,মনে পড়ল আরেক কথা, যেই কথাটা পড়লে মনে , বাড়ে মনের ব্যাথা। নাপিচ ভাইয়ের প্রিয় ইলিশ,কিন্তু ভাবীর লাগে গন্ধ।

দুনিয়ার সব মাছই ভালো, শুধু ইলিশ মাছটাই মন্ধ। নাপিচ ভাইয়ের ঘরে আর রান্না হয়না ইলিশ। মনের দু্ঃখে,কাঁদতে-কাঁদতে,ভিজে শুধু বালিশ। পাশের বাড়ির মেয়ের দিকে তিনবার নাকি চেয়েছেন। তাইতো ভাবী রেগে গিয়ে,তাকে এত্তো শাস্তি দিয়েছেন।

আমায় বলেন,"কলমিলতা,দেখলে তোমার ভাবীর কান্ড" "বিয়ে কইরোনা ওভাই তুমি,দুনিয়ার সব মেয়েরাই ভন্ড" শেষ কথাটা বলি,আমার আসছে চোখে ঘুম। ঘুম-পরি এসে মোর কপালে, দিয়ে গেছে চুম । শুধু না ঘুমিয়ে কাটবে আজ,নাপিচ ভাইয়ের রাত। দেখেছি উনি আছেন বসে,দিয়ে দুই গালেতে হাত। কলমিলতা ২৭/০৩/০৯ ইং (০১;৫৫)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।