আমাদের কথা খুঁজে নিন

   

নিন্দা ও শোক প্রকাশের জন্য কালো রং কতোটা কালো হলে তা প্রকাশ পাবে???

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

২৫ ফেব্রুয়ারী বিডিআর সদর সপ্তরে ঘটে যাওয়া নারকীয় হত্যা কান্ডের সুষ্ঠ তদন্তের মাধ্যেমে দায়ী ব্যক্তির বিচারের দাবিতে নানা প্রতিষ্ঠান ও সংগঠন কালো রঙ্গের কাপড়ের ব্যনারে নিন্দা ও শোক প্রকাশ করেছে। গত একমাস ধরে অন্তত একবার হলেও আমি লেখাগুলো পড়ি। ঠিক আজও পড়তে গিয়ে আমার চোখে ব্যতিক্রম কিছু ধরা পড়লো।

কালো কাপড়ে সাদা রঙ্গে লেখা অক্ষর গুলোও যেন শোকে কালো হয়ে যাচ্ছে। ধূলো জমতে জমতে লেখা গুলো যেন কালো কাপড়ের সাথে মিলিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো ধূলো শুধু কাপড়েই জমছে? না প্রতিনিয়ত ধূলো জমছে আমাদের চোখে আর মনেও। আজ এক মাস পর বিডিআর ঘটনায় যে সকল সেনা সদস্য শহীদ হয়েছেন তাঁদের পরিবারের চোখে হয়তো আজ আর জল নেই, আছে দু'চারটা দীর্ঘশ্বাস। আর কিছুদিন পরে এ দীর্ঘশ্বাসও হয়তো অনিয়মিত হয়ে যাবে।

কারন সময়ের ব্যবধান মানুষকে সব কিছুই ভুলিয়ে দেয়। সাময়িক ভাবে থমকে যাওয়া জীবন আবারো চলতে থাকে আপন গতিতে। শুধু ফিরে পাওয়া যায় না হারানো সেই কাছের মানুষটিকে, শুধুই স্মৃতি হয়ে থাকবে বাকীটা জীবন। আমরা আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, কিন্তু যারা বিডিআর ঘটনার সাথে জড়িত তাদের অপরাধ কি যুদ্ধাপরাধীদের চাইতে কোন অংশে কম? অবশ্যই না। সময়ে ব্যবধানে আমাদের চোখে যান ধূলো না জমে।

আর তাই সকল ব্লগারকে সোচ্চার হতে হবে যত দিন না সুষ্ঠু তদন্তের মাধ্যেমে বিডিআর ঘটনার সাথে জড়িতদের বিচার কার্য সম্পন্ন হয়। আর তা না হলে জাতি সময়ের ব্যবধান ঠিকই একদিন ভুলে বসবে তার বীর সন্তানদের হারানোর শোক। আর অপরাধীরা থেকে যাবে লোকচক্ষুর অন্তরালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।