আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসঘাতক জিয়া!!! শহীদ কর্ণেল তাহের, শহীদ জিয়া নয় । খুনী জিয়া ...

বিশ্বাসঘাতক জিয়া!!! শহীদ কর্ণেল তাহের, শহীদ জিয়া নয় । খুনী জিয়া ... ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়া অভ্যুত্থানকারীদের হাতে গ্রেফতার হন। বলা হয়, তিনি বন্দিদশা থেকে মুক্তি পেতে বন্ধু তাহেরের সাহায্য চান। তখন সেনাবাহিনীতে না থাকলেও সাধারণ সৈনিকদের মধ্যে তাহের ছিলেন প্রচণ্ড প্রভাবের অধিকারী। বন্ধুর আহ্বানে সাড়া দেন তিনি।

বন্দী অবস্থা থেকে জেনারেল জিয়াকে মুক্ত করতে সাধারণ সৈনিকদের উদ্বুদ্ধ করেন। সাধারণ সৈনিকরা সেনাবাহিনীর উচ্চাভিলাষী অফিসারদের কর্মকাণ্ডে আগে থেকেই ছিল অসন্তুষ্ট। সেনাবাহিনী প্রধানের গ্রেফতারের ঘটনাও তাদের ক্ষুব্ধ করে তোলে। ফলে শুরু হয় ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান। সে অভ্যুত্থানে মুক্ত হন জেনারেল জিয়া।

বিপদে পড়ে তাহেরের সহায়তা চাইলেও জিয়া ছিলেন বিপরীত ধারার লোক। একই সঙ্গে উচ্চাভিলাষী। স্বভাবতই তিনি তাহেরের সঙ্গে একমত হতে পারেননি। সেনা-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাহেরকে গ্রেফতার করা হয়। ‘ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন।

’ জেনারেল জিয়াউর রহমান জীবিত নেই, আইন অনুযায়ী তার বিচার সম্ভব নয়। কিন্তু জিয়া আজও মানুষের মাঝে বেঁচে আছেন এক মীরজাফর হিসেবেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।