আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সেই মেয়েটি টানা দুটো চোখ ঘন কালো চুল গালে ছিল তিল নাকি দেখার ভুল! পথে যেতে যেতে একটু শুধু দেখা সেই থেকে আমি বড্ডো বেশী একা। রোজ ঘড়ি ধরে রাস্তার মোড়ে একাকী দাঁড়াই দেখা যদি পাই। সে আর আসেনা এই পথে হাঁটেনা আমার সময় বৃথা অপচয়! হঠাৎ সেদিন বৃষ্টির দিন আমিও সেদিন ছাতা বিহীন। দাঁড়িয়ে আছি গাছের নীচে সেই মেয়েটি আমারি পিছে। অবাক চোখে দেখছি চেয়ে সিঁথিতে সিঁদুর যাচ্ছে ধুয়ে। দমকা বাতাস বইছে জোড়ে মনটা আমার শুধুই পোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।