আমাদের কথা খুঁজে নিন

   

অনুভব

এইসব ভালো লাগে...

চুপ! কোন কথা নয় আজ! বসে পড় এ সবুজ ঘাসের উপর অদূরে কচু পাতার উপর দেখছো কেমন গড়িয়ে নামছে জলকণারা? পুকুরঘাটের শিশু গাছটায় ধ্যানে বসা মাছরাঙ্গাটা দেখছ? কি তার সাধনা! অনুভব করতে পারছনা? ফুরফুরে হাওয়া বইছে আজ উড়িয়ে নিচ্ছে মেঘ… কোথা যে পথের শেষ জানেনা নিজেও! আর ওই দেখ দুরের মাঠে শিশুদের হল্লা! অনুভব কর ত নিজের শৈশব! কি মিষ্টি পেলবতায় ভরা ছিল সেদিন! কোথাও উড়ছে ঘুড়ি, লেজ তার বড়ই বাহারি যেন নাটাইয়ের সব সুতো টেনে আজ হারাবে সুদূরে! অনুভব কর অমন ঘুড়ি হবে! মেঘগুলোকে ছুঁয়ে দেবে! হঠাত ছোঁড়া ঢিলে পুকুরের শান্ত জলে লাগে ঢেউএর নাচন, এদিক ওদিক দোলায় দুলে কাগজের নৌকো মনে পড়ে? নানুভাই বানিয়ে দিতেন অমন কিশতি! কোথায় আজ তিনি? কতো গভীরে? দুরের অট্টালিকায় কন তরুণী বাতাসে উড়িয়ে দিয়েছে চুল, হয়ত প্রবাসে- স্বজন তার পাচ্ছে সে ঘ্রাণ- থরে থরে সাজানো বৃষ্টির ফোঁটায়… চুপ…কোন কথা নয় আজ… শুধু অনুভব কর এ শান্ত সন্ধ্যা আর অনুভব কর এ প্রচ্ছন্ন ভালবাসা…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।