আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস থেকে পাওয়া -২ (উদ্ধৃতি)

e_echo@live.com

শোন, ব্যক্তিমাত্রই আলাদা, সবার একটা গোপন জগত থাকা উচিৎ। সেই জগতের খবর আপন কেউ না জানলেই ভাল। - ডাঃ মোহিত কামাল (না)। ............................................... এবারের একুশে বই মেলায় বিশিষ্ট মনোচিকিৎসক ডাঃ মোহিত কামাল –-এর সারা জাগানো মনোবৈজ্ঞানিক উপন্যাস ’না’ তে তিনি এ মন্তব্য করেছেন। এমনই কিছু মন্তব্য আমি উপন্যাস থেকে পাওয়া-১ - এ তুলে ধরেছিলাম।

এবার আমি উপন্যাস থেকে পাওয়া -২ এ কয়েকটি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। ............................... আত্নমর্যাদাবোধের ঘাটতি থাকলে অল্প প্রশংসায় গলে যায় মানুষ। - ডাঃ মোহিত কামাল (না)। হীনমন্য ব্যক্তির ভয় চাপা দিয়ে রাখে তার মেধা, নিজের যোগ্যতার প্রকাশ ঘটাতে পারে না তারা।

- ডাঃ মোহিত কামাল (না)। কাউকে বিরক্ত করার সবচে সহজ পথ হচ্ছে তাকে অনুকরণ করা। সে হাসলে হাসা। সে ভুঁরু বাঁকালে ভুঁরু বাঁকানো, সে কাশলে কাশা। - হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)।

কোন সৃষ্টিশীল কাজ যখন কেউ করে তখন কাউকে না কাউকে পাশ লাগে যে সেই কাজটা এপ্রিশিয়েট করবে। - হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)। সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে। -রবীন্দ্রনাথ ঠাকুর(সম্পাদক)। বুদ্ধিমানের কাছ থেকে দশ হাত দুরে থাকবে আর বোকাদের কাছ থেকে একশ হাত দুরে থাকবে।

-হুমায়ুন আহমেদ (হিমুর মধ্যদুপুর)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.