আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা ইনসট্রুমেন্টাল, Michael McGoldrick band এর - Watermans



Michael McGoldrick band এর প্রথম শো দেখেছিলাম সম্ভবত ২০০১-২০০২ওসমানী মিলনায়তনে, তাদের সাথে পারফর্ম করেছিলো বাংলা ও একটি ডুয়েটে বাঁশিযুদ্ধ করেছিলো পূর্ব পশ্চিমের বংশীবাদক জুবায়ের মালিক ও বংশীবাদক Michael McGoldrick। আহা! Michael McGoldrick band এর পার্ফরমেন্স অসম্ভব ভালো লেগেছিলো,এখনো কানে লেগে আছে! এরপর থেকেই স্কটিশ ও আইরিশ ফোক মিউজিকের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। চান্স পেলেই তাদের মিউজিক শুনি Michael McGoldrick band এর মিউজিক প্যাটার্ণ সেল্টিক (Celtic)। সেল্টিক কি তা সংক্ষেপে বলতে গেলে মোটাদাগে বলা যায় স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ট্রাডিশনাল ফোক মিউজিককে বলা হয় সেল্টিক মিউজিক। গত কয়েকদিন ধরে এই ট্রেকটি বারবার শুনছি।

অনেক ভালোলাগছে । আপনাদের সাথে শেয়ার করলাম। বি:দ্র এই মিউজিকটা ভায়োলিনে তুলবো ভাবতেছি। শুইনা শুইনা তোলা অনেক সময়ের ব্যাপার। স্টাফ নোটেশন লাগবে।

স্টাফ নোটেশন অনেক খুজেও পেলাম না নেটে । যদি কেউ একটু কালেক্ট করে দিতেন বড়ই উপকার পেতাম। পুন:বি:দ্র গিটার প্রো বা পাওয়ার ট্যাব দিলেও হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।